কলকাতা:– পরপর তিনটি জয় ফলত জয়ের একটা হ্যাটট্রিক নিয়ে আইএসএল টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো মোহনবাগান সুপার জায়ান্ট। মানবির সিং ও শুভাশিসের বলে হায়দ্রাবাদের ঘরের মাঠে জয় এলো মোহনবাগানের। নিজামদের ঘরে গিয়ে ২–০ ব্যবধানে জয়ী শুভাশিসরা। অ্যাওয়ে ম্যাচে জয় নিয়ে নিজেদের ঝুলিতে ১৩ পয়েন্ট সহ টেবিলে দ্বিতীয় স্থানে মলিনার দল।
ডার্বি কেটে যাওয়ার পর একটা লম্বা বিরতি এবং সেই বিরতির থেকে ফিরে আবারো নিজেদের পুরনো ছন্দেই ফিরে এলো, সবুজ মেরুন খেলোয়ারেরা। হায়দ্রাবাদ নিজেদের পূর্ববর্তী ম্যাচে কলকাতা প্রধান মহামেডানকে কে ৪-০ গোলের মালা পরিয়েছিল হলো তো একটু হলেও লড়াইয়ের আশা ছিল তাদের থেকে। তবে মোহনবাগানের সামনে বিপদজনক মনে হয়নি হায়দ্রাবাদকে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল তারা।
প্রথমার্ধ থেকেই আগ্রাসী ফুটবল এবং বল দখলের লড়াইয়ে হায়দ্রাবাদ কে ব্যাক ফুটে ফেলে দেয় মোহনবাগান থাপা থেকে গ্রেগ স্টুয়ার্ট অধিকাংশ সময়েই বল দখল নিজেদের কাছেই রেখেছিলেন ফলতো আক্রমণ এবং সুযোগ সবটাই তাদের বেশি ছিল।
Biryani is always better with Aalu 🥘🥔
Watch #ISL 2024-25 live on @JioCinema & @Sports18 👉 https://t.co/B8PAAg4KV8#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/e7cy4kBJwr
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) October 30, 2024
ম্যাচের চার মিনিটের মাথাতেই একটা সুবর্ণ সুযোগ পায় হায়দ্রাবাদ কিন্তু রক্ষণ বিভাগ ছিল বেশ সতর্কতা তাই বিপদ এড়িয়ে যায় তারা। কিন্তু এরপরে আর তেমন সুযোগ তৈরি করতে পারেনি ঘরের দল কার্যতই হায়দ্রাবাদের উপর আরো চাপ ফেলে সাহালরা।
অবশেষে আক্রমণের পরে গোলের সুযোগ পায় মোহনবাগান ৩৭ মিনিটের মাথায় মোহনবাগানকে এক শূন্য গোলে এগিয়ে দেয় ভারতীয় উইঙ্গার মানবির সিং। মনবীরের ফরম কিন্তু বেশ কিছু সময় ধরে ভালো যাচ্ছে না তবে এই গোল তাকে বেশ আত্মবিশ্বাস দেবে বলেই মনে করছে ফুটবল মহল। তবে এরপরে আরো একটি সুযোগ পায় মানভির কিন্তু সুযোগ নষ্ট করেন তিনি।
প্রথমার্ধ এগিয়ে থেকে শেষ করলেও দ্বিতীয় যেন সঠিক ছন্দ নিয়েই মাঠে আবারো লড়তে নেমেছিল মলিনার দল ৫০ মিনিটের মাথায় হায়দ্রাবাদের রক্ষন বিভাগকে সতর্কবার্তা দেয় তারা। ঘড়িতে যখন ৫৫ মিনিট তখন প্রাক্তন মুম্বাই সিটির খেলোয়াড় গ্রেড ওয়ার্ডের নেওয়া ফ্রি কিকের দৌলতেই হায়দ্রাবাদের ডি বক্সে বল পান অধিনায়ক শুভাশিস বোস এবং সেটির সু ব্যবহার করেই মোহনবাগানকে এগিয়ে দেয় বঙ্গসন্তান।
ডার্বির পর ফের আরেকটি বড় জয় কার্যত হায়দ্রাবাদের দুর্গে প্রবেশ করে দুর্গভেদী মলিনার দল। এই জয়ের দরুন লিগজয়ের দিকে আরো এগিয়ে যাচ্ছে সবুজ মেরুন।