কোলকাতা:- আইএসএলের মধ্যে আবারও কাঠগড়ায় রেফারি সিদ্ধান্ত! ইস্টবেঙ্গলের সঙ্গে কি তবে হল আবারও অবিচার? উড়িষ্যায় এফসি বনাম ইস্টবেঙ্গল এর আজকের ঘটে যাওয়া ম্যাচে রেফারি এর দেখানো লাল কার্ড নিয়ে রীতিমতো উত্তাল সামাজিক মাধ্যম। লাল হলুদ সমর্থকদের একাংশের দাবি প্রতিমুহূর্তেই নাকি ইস্টবেঙ্গলের বিপক্ষে যাচ্ছে সমস্ত রেফারি সিদ্ধান্ত। কি হয়েছে আজ আসুন জেনে নেওয়া যাক!
যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ মুখোমুখি হয়েছিল ২ ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড, একদিকে ইস্টবেঙ্গল এর কোচ অস্কার ব্রুজন ও অপরদিকে লবেরার নেতৃত্বে ভালো ছন্দে থাকা উড়িষ্যার দল। সেই ম্যাচ ঘিরে রীতিমতো জমছে জল্পনা। এই মুহূর্তেই ইস্ট বেঙ্গলের কাছে একটাই খোলা রাস্তা রয়েছে প্রথম ছয় জিতে গেলে তাদের প্রতিটা ম্যাচ জিততে হবে। এমন অবস্থায় আজ উড়িষ্যার বিরুদ্ধে কঠিন হার স্বীকার করতে হলো তাদের।
https://x.com/Moments_ISL/status/1867225419147260189?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1867225419147260189%7Ctwgr%5Ee4d3d26a327ce77e198dc981435cf4d8639069a0%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fbangla%2Fthewall-epaper-dh7791d8c66bb748e8a5df8ade2286ec5a%2Fabicharershikaristabenggalrepharirlalkardniyeekadhikprashn-newsid-n643142451
কিন্তু প্রথমার্ধের একেবারে শেষে আবারো ঘটে গেল এক দুর্ঘটনা ম্যাচের ৪৩ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন লাল হলুদ ফুটবলার যিকশন সিং, সেটিকে নিয়েই রীতিমতো উত্তাল সামাজিক মাধ্যম। প্রথমে এটা হলুদ কার্ড দেখবার পরে ৪২ মিনিটে উড়িষ্যার ফুটবলারকে একটি রাফ ট্যাকেল করেন লাল হলুদ তারকা। যেই কারণে রেফারী তাকে দ্বিতীয় হলুদ কার্ড দিয়ে সরাসরি লাল কার্ডের স্বীকারোক্তি আনেন।
সেই লাল কার্ড কে নিয়েই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের মতেই ইস্টবেঙ্গল তারকা যেই গতিতে দৌড়াচ্ছিলেন সেই মুহূর্তে তার শারীরিক রিফ্লেক্সে তার হাতটা নাকি ওভাবে উঠে যাওয়াটা রীতিমতো স্বাভাবিক বিজ্ঞানের উদাহরণ।
অনেক সমর্থকদের মতে রেফারি সেই ব্যাপারটি অ্যাডভান্টেজ কিংবা ফাউল দিয়ে মিটিয়ে ফেলতে পারতেন, কিন্তু দ্বিতীয় হলুদ কাটা একেবারে মস্তিষ্ক উত্তপ্ত করে দিল লাল হলুদের।
রেফারি সিদ্ধান্তে ক্ষুব্ধ লাল হলুদ কর্তৃপক্ষ এমনকি মোহামেডান ম্যাচেও কার্যত এক মিনিটের মধ্যে জোড়া লাল কার্ড দেখেছিল ইস্ট বেঙ্গলের দুই উইঙ্গার। তারপরে দুটো ম্যাচেও বেশ কিছু রেফারিং সিদ্ধান্তে ক্ষুব্ধ দেখা যায় । তবে আজকের লাল কার্ডের পর প্রশ্নচিহ্ন উঠছে আইএসএল এবং রেফারি কমিটির উপর।