ISL 2024-25: শনিবারের মহারণে কি হতে পারে দুই দলের প্রথম একাদশ, কে থাকবে এগিয়ে আবার কে রয়েছে পিছিয়ে?

0

কলকাতা:- মাঝে আর কয়েকদিন তারপরই আবারও পুরনো ছন্দেই ফিরতে চলেছে বাংলার ফুটবল। পুজো শেষ এরপর ময়দান মুখিয়ে রয়েছে পরবর্তী উৎসবের জন্য আর সেই উপহার নিয়েই কার্যত ব্যস্ত যুবভারতী ক্রীড়াঙ্গন। আগামী শনিবার মুখোমুখী ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট অর্থাৎ কলকাতা ডার্বি। এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং প্রাচীন ডার্বি এটি এবং নতুন বছরের প্রথম ডার্বিতে নামতে চলছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

একদিকে লিগ টেবিলের সামনের দিকে এগিয়ে থাকা মোহনবাগান এবং অপরদিকে একেবারে শেষে রয়েছে ইস্টবেঙ্গল। মলিনা এর তত্ত্বাবধানে আইএসএল এর শুরু ভালো না হলেও এইমুহুর্তে নিজেদেরকে আলাদা করে ফুটিয়ে তুলতে ব্যস্ত বাগান শিবির। একাধিক চোট কাটিয়ে অবশেষে দলে ফিরছে অনেক খেলোয়ার, সাহাল থেকে আশিক এবং অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমিকে নিয়েও উত্তেজনা তুঙ্গে।

অপরদিকে নানান সমস্যায় জর্জরিত লাল হলুদ বাহিনী, কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছেন পূর্ববর্তী কোচ কুয়াদ্রত এখন তার সিংহাসনে বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজো তবে সেখানেও রইলো একরাশ সমস্যা। ভিসা সংক্রান্ত সমস্যার জেরে কার্যত দেশে এখনও আসতে পারেননি তিনি, তবে কি ডার্বির দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী কোচ বিনো জর্জ? এটাই সময়ের অপেক্ষা!

তবে কি হতে পারে দুই দলের প্রথম একাদশ?

মোহনবাগান:

গোলকিপার: বিশাল কাইথ
ডিফেন্ডার: আশিস রাই, টম অলড্রেড, আলবের্তো রদ্রিগেস, শুভাশিস বসু
মিডফিল্ডার: গ্রেগ স্টুয়ার্ট, অনিরুদ্ধ থাপা, আপুইয়া
ফরওয়ার্ড: লিস্টন কোলাসো, মনবীর সিংহ, জেমি ম্যাকলারেন
ইস্টবেঙ্গল:

গোলকিপার: প্রভসুখন গিল
ডিফেন্ডার: প্রভাত লাকরা, আনোয়ার আলি, হেক্টর ইয়ুস্তে, লালচুংনুঙ্গা
মিডফিল্ডার: সাউল ক্রেসপো, মাদিহ তালাল, শৌভিক চক্রবর্তী
ফরওয়ার্ড: নন্দকুমার, নাওরেম মহেশ, ক্লেটন সিলভা।

দলের মধ্যে একাধিক খেলোয়াড়ের অভাব ডার্বির রঙে জল মেশাতেই পারে। ডিমিত্রিয়স ডাইমান্তাকোস এর উপস্থিতির ওপরেও রয়েছে প্রশ্নচিহ্ন।

তবে নতুন বছরের প্রথম কলকাতা ডার্বি ঘিরে রীতিমত উত্তাল তিলোত্তমা।