ISL 2024-25: বেঙ্গালুরুকে হারিয়ে অঘটন ঘটালো সাদাকালো ব্রিগেড, আইএসএলের দ্বিতীয় জয় ঘরে এলো মহামেডানের

0

কলকাতা:- আই এস এল এর শুরুটা ভালো হলেও একেবারে শেষ মুহূর্তে এসে যেন কোনো রোগের শিকার হয়েছিল মোহামেডান স্পোর্টিং। আই লিগ থেকে আইএসএলের বড় মঞ্চে উত্তীর্ণ হবার পরে প্রথম দিকের ছন্দটা বেশ ভাল ছিল তাদের কিন্তু দিন যত এগিয়েছে তাদের খেলার ছন্দ যেন পাহাড় থেকে মাটিতে এসে পড়েছে। তবে আজ কঠিন প্রতিপক্ষকে হারিয়ে কিছুটা হলেও স্বস্তি পেল গোমেজ, ফ্রাঙ্কারা। বেঙ্গালুরু এফসি কে ১-০ গোলে হারিয়ে দিল সাদা কালো শিবির। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কাশিমভের গোলে আইএসএলের দ্বিতীয় জয়ের নিজেদের ঝুলিতে ভরল মোহামেডান।

নিজেদের থেকে অনেক কঠিন প্রতিপক্ষ দক্ষিণের বেঙ্গালুরু এফসি অধিকাংশ আই এস এল এর দল যেটি করে দেখাতে পারছিল না সেটাই যেন অত্যন্ত দক্ষতার সঙ্গে করে দেখালো কলকাতার এক প্রধান ক্লাব। আইএসএল লিগ শিল্ডের দৌড়ে মোহনবাগানের পেছনে রয়েছে দক্ষিণের ক্লাব বেঙ্গালুরু এফসি অর্থাৎ বলাই যায় মোহামেডানের এই জয়ের জন্য কিছুটা হলেও লাভবান হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। বেঙ্গালুর ঘরের মাঠে একেবারে শেষ মুহূর্তের গোলে জয়ী আইএসএল এর সর্বশেষ দল।

ম্যাচের দুমিনিট থেকেই মহামেডানের গোলের মুখে বিপদ তৈরি করছিলেন পেরেরা দিয়াজরা। তবে সেই বিপদ কাটিয়ে প্রথমে কিছুটা স্বস্তি পায় মোহামেডান। খেলার প্রথমার্ধ থেকে বেশ ঝড়ো ফুটবল খেলছিল ব্যাঙ্গালুরু রীতিমতো একের পর এক আক্রমণ তুলছিল তারা কিন্তু মোহামেডান গোলরক্ষক যেন আজ গোলের সঙ্গে আটকে গেছেন, এক অভূতপূর্ব পারফরমেন্স তুলে ধরলেন তিনি। প্রথমদিকে বেশ কয়েকটি সুযোগ এলেও সে সুযোগগুলোকে হাতছাড়া করেছে ব্যাঙ্গালোর এবং সেই সুযোগকেই কোনোভাবেই ফেলেনি মোহামেডান।

দ্বিতীয়ারদের খেলাও প্রায় শুরু হয়েছিল বেঙ্গালুরু ঘেঁষা, তবে ৫০ মিনিটের পর থেকে মোহামেডান মাঝমাঠের দখল বেশ ভালই লাগছিল তার জেনেই একেবারে খেলার শেষ মুহূর্তে গোল করলেন মিডফিল্ড জেনারেল কাশিমভ। বক্সের বাইরে থেকে অনবদ্য ফ্রি-কিকে গোল করলেন মহামেডানের কাসিমভ। শরীর ছুড়েও গোল রুখতে পারেননি গুরপ্রীত। আইএসএলে এই দ্বিতীয় জয় পেল মহামেডান। আর টানা ১১ ম্যাচ পরে তিন পয়েন্ট ঘরে তুলল মহামেডান।