ISL 2024-25:- বাগানে থাকতে আপত্তি পর্তুগিজ তারকার, লোনে বাইরে যাবেন নুনো রেইস!

0

কলকাতা:– কোচ মলিনার তত্ত্বাবধানে আইএফএলের মানুষের রীতিমতো জয়ের হ্যাটট্রিক করেছে মোহনবাগান ।শুরুটা তাদের ভালো ছিল না কিন্তু ধীরে ধীরে যত আইএসএল এর গতি বাড়ছে তাদেরও পুরনো ছন্দ যেন ফিরে আসছে। যুবভারতী থেকে নিজামদের ঘর সব ক্ষেত্রেই জয়ের ধারা কিন্তু অব্যাহত।

মহামাটনের বিরুদ্ধে জয় ফির কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল কে পরাস্ত করে কঠিন প্রতিপক্ষ হায়দ্রাবাদের ঘরের মাঠে গিয়ে তাদের বিরুদ্ধেও জয় ছিনিয়ে এনেছে মোহনবাগান। প্রথম দিক থেকেই তাদের রক্ষণ বিভাগে বেশ প্রশ্ন চিহ্ন উঠছিল কিন্তু পরপর তিন ম্যাচে এখনো অব্দি ক্লিন সিট বজায় রেখেছে তারা। এর মাঝেই প্রশ্নবান ম্যানেজমেন্ট এর কাছে দলে থাকতে আপত্তি জানাচ্ছেন পর্তুগিজ তারকা নুনো রেইস।

বর্তমানে মোহনবাগানের কর্তৃপক্ষের কাছে নিজেদের খেলার থেকেও বেশি মাথা ব্যথার কারণ এই পর্তুগিজ তারকার দলে থাকা। এএফসি থেকেও বাদ গেছেন তিনি , এখন দলে থাকতে চাইছেন না । মূলত তাকে দলে আনাই হয়েছিল এশিয়ার মঞ্চে সপ্তম বিদেশি হিসেবে নতুবা কর্তৃপক্ষের মতে কোনরকম দরকারই ছিল না তার কিন্তু এখনই সেই প্রশ্ন বান থেকে যাচ্ছে তার থাকার উপর।

বর্তমানে বাগান শিবিরের মোট ছজন বিদেশি রয়েছেন খুব ভালো ফর্মে তাই তাদেরকে দল থেকে বাদ দেওয়ার কোন প্রশ্নই উঠছে না। অর্থাৎ বাকি রইলেন এই পর্তুকি তারকা ফলত তার ওপরেই এখন ঝুলছে বিপদের ঘড়ি।

এশিয়ার বড় মনটা থেকেও রীতিমত বহিষ্কৃত হয়েছে মোহনবাগান ইরানে খেলতে না যাওয়ার কারণে এই পর্তুগিজ তারকার মনে দলের প্রতি একটা বিরহ রয়েই গেছে। এই কারণেই দলে থাকতে চাইছেন না নুনো রেইস। এই অবস্থায় তাঁকে অন্য কোনও ক্লাবকে লোনে দেওয়া যায় কিনা সেই সম্ভাবনা খতিয়ে দেখছে বাগান ম্যানেজমেন্ট। কিন্তু মোলিনা চাইছেন না তাঁকে ছেড়ে দিতে। তিনি ভাবছেন কোনও রক্ষণ ভাগের বিদেশি খেলোয়াড় যদি চোট পান তাহলে নুনোকে তৎক্ষণাৎ রেজিস্ট্রেশন করিয়ে নেবেন।

তবে বর্তমান পরিস্থিতি অনুসারে দলে অতিরিক্ত বিদেশি এবং তাদের বেতনজনিত সমস্যাও এশিয়ার মঞ্চ থেকে বহিষ্করণের পর এই পর্তুগিজ তারকার স্থান দলে কেমন হবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা।