বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি মাঠেই হালকা অনুশীলন করলেন মোহনবাগান ফুটবলাররা। মূলত ফিটনেস অনুশীলনেই জোর দিতে দেখা গেল কোচ হোসে মোলিনাকে। ঘণ্টাখানেক অনুশীলন করেন দিমি-জেমিরা।
বড়দিন আসছে। গোয়া জুড়ে এখন উৎসবের আবহ। এই সময়টায় বিশেষভাবে সেজে ওঠে গোয়ার রাস্তাঘাটগুলো। প্রচুর মানুষ ভিড় জমান বছরের শেষ সপ্তাহে চুটিয়ে আনন্দ করতে। গোয়ার চারপাশের মতোই ফুরফুরে মেজাজে মোহনবাগান। আইএসএলের টানা চার ম্যাচ জিতেছেন কামিংস-পেত্রাতোসরা। ম্যাকলারেনদের আত্মবিশ্বাস
একেবারে চূড়ায়। শুক্রবার এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে মোলিনার দল।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি মাঠেই হালকা অনুশীলন করলেন মোহনবাগান ফুটবলাররা। মূলত ফিটনেস অনুশীলনেই জোর দিতে দেখা গেল কোচ হোসে মোলিনাকে। ঘণ্টাখানেক অনুশীলন করেন দিমি-জেমিরা। দলের সঙ্গে গোয়া গিয়েছেন গ্রেগ স্টুয়ার্ট। এদিন আলাদা অনুশীলনই করলেন স্কটিশ ফুটবলার। মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী স্টুয়ার্ট। কেরলের বিরুদ্ধে শেষ মুহূর্তে তিন পয়েন্ট ঝুলিতে তুলেছেন রডরিগেজরা। ১-২ গোলে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নেয় মোহনবাগান।
১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে মোহনবাগান। কেরল ম্যাচে গোলরক্ষক বিশাল কাইথের দুর্বলতা চোখে পড়েছিল। গোয়া ম্যাচের আগে তাই বাড়তি ঘাম ঝরালেন বাগান গোলকিপার। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে এফসি গোয়া। মোহনবাগান ফুটবলারদের মনোবল তুঙ্গে থাকলেও, শুভাশিসদের সতর্ক রাখছেন কোচ মোলিনা। তো আবারো অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সব মিলিয়ে এক বিধ্বংসী মনোভাব নিয়েই গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে বাগান।
- প্রতিবেদক : উত্তম পাল