IND VS NZ 2ND TEST: সমতা ফেরানোর লক্ষ্যে ভারত , তবে কেমন হতে চলেছে পুণের আবহাওয়া ?

0

পুনে: বৃহস্পতিবার থেকে পুণেতে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। ভারত এই টেস্টে খেলতে নামবে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে।আজ অবধি দেশের মাটিতে কখনও নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হারেনি ভারত। টানা দুটি টেস্টেও হারেনি। সেই ধারা অব্যাহত রাখতে মরিয়া রোহিত শর্মার দল।

 

বেঙ্গালুরু টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। তারপরেও দফায় দফায় বৃষ্টিতে খেলায় ব্যাঘাত ঘটেছে। তা সত্ত্বেও পঞ্চম দিনেই জয় ছিনিয়ে তিন টেস্টের সিরিজে এগিয়ে গিয়েছে নিউজিল্যান্ড। ভারতীয় শিবির আশা করছে, যেন পুণে ও মুম্বইয়ে বাকি দুটি টেস্টে পুরো ৫ দিনই খেলা হয়।সিরিজ জিততে ভারতীয় দল ঘূর্ণি পিচেই আস্থা রাখছে বলে মনে করা হচ্ছে। বেঙ্গালুরুতে পিচের চরিত্র বুঝতে ভুল হয়েছিল বলে স্বীকার করেছিলেন রোহিত শর্মা। আজ সহকারী কোচ রায়ান টেন দুশখাতে দাবি করেন, সেটি বড় ভুল ছিল না। বাস্তবে কন্ডিশন চ্যালেঞ্জ কঠিন করে দিয়েছিল।

পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দুই দলই অনুশীলন করেছে। নিউজিল্যান্ড শিবির পিচ নিয়ে চিন্তা করছে না। টার্নিং ট্র্যাক হলেও তাতেও যাতে ২০ উইকেট নেওয়া যায় এবং রান করা যায়, তেমন প্রস্তুতি নিয়েই নামার কথা জানিয়েছেন ড্যারিল মিচেল।ভারতীয় শিবিরও ফুরফুরে মেজাজে ছিল। নেটে সময় কাটিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। প্রথমে ধ্রুব জুরেল কিপিং প্র্যাকটিস করেছেন। তখন দাঁড়িয়ে ছিলেন ঋষভ পন্থ। পরে তিনি স্পিনারদের বিরুদ্ধে পুরো দমে ব্যাটিং করেন। শেষে কিপিং প্র্যাকটিসও করেছেন।

এরই মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। তবে তার প্রভাব পুণেয় পড়বে না। টেস্টের পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাসও নেই। প্রথম দিন রোদ-মেঘের লুকোচুরি চলতে পারে। বৃহস্পতিবার সকালে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা ৫১ শতাংশ, দুপুরের পর তা কমে ৪৩ শতাংশের আশেপাশে হবে। বাকি দিনগুলিতেও বৃষ্টির পূর্বাভাস নেই। ফলে টার্নিং ট্র্যাকে দ্বিতীয় টেস্টেও ফয়সালা হওয়ার জোরালো সম্ভাবনা।