পুনে: সকালে কাজটা করে দিয়েছিলেন স্পিনাররা। নিউজিল্যান্ডের ইনিংস দ্রুত শেষ হয়ে গিয়েছিল জাদেজাদের ঘূর্ণিতে। তাতেও ২৫৫ রান করেন টম লেথামরা। পুণে টেস্টে ভারতের সামনে পাহাড়প্রমাণ লক্ষ্য। জিততে হলে টিম ইন্ডিয়াকে করতে হবে ৩৫৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ফিরে গিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ভারতের আশা জিইয়ে রেখেছেন দুই তরুণ তুর্কি। মারকুটে ইনিংস খেলছেন শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। লাঞ্চের সময় ১ উইকেট হারিয়ে ভারতের রান ৮১। তবে জিততে হলে এখনও ২৭৮ রান করতে হবে গম্ভীর বাহিনীকে।
পুণের মাঠে ৩৫৯ রানের লক্ষ্য ভারতের সামনে। যা খুব সহজ নয়। সেই রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী ব্যাটিং ভারতের। যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা মিলে আক্রমণ করতে শুরু করেছিলেন। ইনিংসের দ্বিতীয় বলটিতেই ছক্কা মারেন যশস্বী। দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট হারাল ভারত। ফরোয়ার্ড শর্টলেগে ক্যাচ দিলেন ভারত অধিনায়ক। স্যান্টনারের বলে ডিফেন্স করতে গিয়েছিলেন। কিন্তু ব্যাটে লেগে বল চলে গেল উইল ইয়ংয়ের হাতে। তারপর যদিও সম্মান গিল বাজ বলের কাজটি বজায় রাখেন ।
ক্রিজে এখন জয়সওয়াল ৪৬ এবং গিল ২২ করে অপরাজিত ।