চিন্নাস্বামী: বুধবার থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। কিন্তু প্রথম দিনের শুরুতেই ভিলেন হয়ে হাজির বৃষ্টি। বৃষ্টির জন্য মঙ্গলবার ম্যাচের আগের দিনের অনুশীলন বাতিল হয়ে যায় ভারতীয় দলের। এই টেস্ট ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার সকাল থেকেই বেঙ্গালুরুতে বৃষ্টি শুরু হয়।
বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ। সকাল ৯টার সময় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির জন্য টস পিছিয়ে দেওয়া হয়, সকাল থেকে বৃষ্টির জন্য মাঠ কভারে ঢাকা ছিল। সকাল ৯টা বাজার কিছুক্ষণ আগে জানিয়ে দেওয়া হয় টস নির্ধারিত সময়ে হবে না।
বৃষ্টির জন্য দুই দলই ওয়ার্ম আপ করতে পারেনি। আম্পায়াররা ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে থাকেন। সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠের আউট ফিল্ডও ভিজে গিয়েছে। প্রথম দিনে ৪১ শতাংশ বৃষ্টিপাতের আভাস দেওয়া আছে। এমনকি আজ বিকেলে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে৷দ্বিতীয় দিনেও ৪০ শতাংশ বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। তবে সব থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে শুক্রবার। ম্যাচের তৃতীয় দিনে পূর্বাভাস অনুসারে ৬৭% বৃষ্টিপাত হতে পারে। শেষ দুই দিনও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
এরআগে কানপুর টেস্টেও আড়াই দিনের বেশি সময় নষ্ট হয়েছিল বৃষ্টির জন্য। কানপুরের সঙ্গে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে পরিকাঠামো অনেক উন্নত মানের। ফলে বৃষ্টি থামলে দ্রুত জল সরিয়ে ম্যাচ শুরু করার সুবিধা আছে এই মাঠে। কিন্তু তাতেও ভাতের জয় আটকায়নি। প্রায় দুই দিনের মধ্যেই শেষ সমাপ্ত করেছিল ভারত।
বেঙ্গালুরুতেও ম্যাচের ৫ দিন বৃষ্টি বার বার ভিলেন হয়ে দেখা দেবে তার আভাস প্রথম দিনের সকালেই দেখা গেল। মাঠের মূল অংশ কভার দিয়ে ঢাকা থাকলেও আউটফিল্ড খোলা ছিল। ফলে বৃষ্টির জন্য চিন্নাস্বামী স্টেডিয়ামের আউট ফিল্ডে জল জমে যেতে পারে। সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা ছিল। টস নির্ধারিত সময়ে না হওয়ায় ম্যাচ শুরু হতেও যে বিলম্ব হবে তা স্পষ্ট। সাজঘরের সামনে ভারতীয় দলের কাউকে দেখা যায়নি।