EPL 2024-25: লড়াকু ফুটবল খেলে পয়েন্ট নষ্ট করলো আর্সেনাল, ঘরের মাঠে কামব্যাক চেলসির

0

কলকাতাঃ- প্রিমিয়ার লিগের মঞ্চে আজ এক অনবদ্য লড়াই দেখলেও ফুটবল জগত চেলসির ঘরের মাঠে আজ মুখোমুখি ছিল বিপক্ষ দল আর্সেনাল এবং ঘরের দল চেলসি।প্রিমিয়ার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ হয় পয়েন্ট ড্র রেখে । লড়াকু ফুটবল খেলেও জয়ের স্বাদ পায়নি অতিথি দল আর্সেনাল।খেলার প্রথম মুহূর্ত থেকেই একের পর এক মুহুর্মুহু আক্রমণ শান ছিল আর্সেনাল কিন্তু অতি দলের আক্রমণ দেখে রীতিমত রক্ষণ বিভাগে জোর দেয় ঘরের দল চেলসি। ম্যাচের ১২ মিনিটের মাথায় সহজ সুযোগ পান জার্মানির স্ট্রাইকার কাই হাভের্টজ তবে চিলসির রক্ষণ বিভাগের দুর্দান্ত প্রতিনিধিত্বের ফলেই সুযোগটি হাতছাড়া করে তারা। তারপর শুরু হয় আরো আক্রমণ , আক্রমণ প্রতিআক্রমণের জেরে যখন রীতিমতো জেরবার চেলসির রক্ষণ তখন নিজেদের আক্রমণকে খেলায় আনতে চাইলেন মিকেল আর্টেটা এর দল। খেলায় আজ প্রথম হলুদ কার্ড পায় চেলসির ডিফেন্ডার লেভি কোলবিল।

খেলার সবচেয়ে বড় সুযোগ পায় ঘরের দল চেলসি 23 মিনিটের মাথায় পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেটোর থেকে ভাসানো বলে সহজ সুযোগ হাতছাড়া করে রাইট ব্যাক মালো গুস্ত। আক্রমণের এমন বহরে রীতিমতো ব্যাকফুটে চলে যায় আর্সেনালের রক্ষন।চেলসি সুযোগের পরেই সুবর্ণ সুযোগ পায় আর্সেনাল , সাকার ভেসে আসা শটকে কেন্দ্র করে দ্বিতীয়বার ঘুরিয়ে শট মারে মার্টিনেলি তবে চেলসির গোলরক্ষক সানচেজ এর গুরুত্বপুর্ণ সেভ এর দরুন স্কোরলাইন সমতায় থাকে।

খেলার ৩৩ মিনিটে বারংবার আক্রমণের ফলে অবশেষে চেলসির রক্ষন ভেদ করে আর্সেনানের আক্রমণ, তবে ভাগ্যের পরিহাস। কাই হ্যাভের্টজ এর করা গোলকে অফসাইড ঘোষণা করা হয়।দ্বিতীয়ারদের শুরুতেও একই ছন্দে চলতি একের পর এক আক্রমণ প্রতি আক্রমণে জর্জরিত আর্সেনালের রক্ষণ বিভাগ। এক কথায় আজ খেলা এবং দক্ষতা কোন দিক থেকেই গিয়েছিল না মিকেল আরটার দল , প্রথম থেকে মোহ আক্রমণ করলেও মাঝ মাঠে বল্লক হলে লড়াই অনেকটাই পিছিয়ে ছিল তারা এমনকি বল দক্ষতার দিক থেকে যদি নিজেকে খোলা যায় তবেও অতিথি দলের পারফরমেন্স ছিল খুবই শোচনীয়। তবে ৬০ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলির পা থেকে আসে প্রথম গোল ফাঁকা বলে জোরালো সাথে জালে বল জড়িয়ে দেন গ্যাব্রিয়েল ।

আজ প্রথম থেকেই নিজের সর্বোত্তম ফর্মে ছিলেন না তিনি, বহু সুযোগ পেলেও একাধিক সুযোগ তিনি হাত ছাড়াও করেছেন ।

তবে সঠিক সময়ে সঠিক অস্ত্র দিয়ে আঘাত করাই হয়তো ব্রাজিলিয়ানদের মানসিকতা।গোল করেই আবারো ব্যাকফুটে চলে যায় আর্সেনাল, একটা আক্রমণের পরেও চেলসির মাম্বা মেন্টালিটি যেন আরো একটু বেড়ে যায়। সচরাচর গোল খেয়ে ডিফেন্সের উপরই ভরসা করে অধিকাংশ প্রিমিয়ার লিগ দল তবে এ যেন এক নতুন চেলসি গোল হজম করেও পরপর পাঁচটি আক্রমণ আর এই আক্রমণের সুবাদেই ৭০ মিনিটের মাথায় গোল পেল তারা। পর্তুগিজ উইঙ্গার পেদ্র নেটোর দূরপাল্লার শটে সমতায় ফেলে ঘরের দল চেলসি।