কলকাতা:- ২০০৭ সালে ভারতীয় ফুটবলের মানদন্ডকে আরো উন্নত এবং গতিশীল করতেই ফেডারেশনের হাত ধরে শুরু হয়েছিল নতুন লিগ যার নাম আই লিগ। পরপর ১৭ বছর নিয়ে দ্বিধায় উন্নত ফুটবলের প্রদর্শনের পরে নতুন বিপদের মোড়কে পড়তে হলো তাদের ।২০১৫ সালে এফএসডিএল এর নতুন সংস্করণ আইএফএলের ভারতের জমজমাট এরপর কিছুটা হলেও যেন লাইন লাইন থেকে দূরে চলে যায় ফুটবল প্রতিযোগিতা কিন্তু বর্তমানে একটু ভাবাচ্ছে।
ঠিক তেমনি এই বছরও নতুন সংস্করণ হওয়ার কথা পাকাপাকি হয়ে গিয়েছিল তবে ফের বিপত্তি। ক্লাব গুলোর তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য বয়কট করা হলো ভারতের এই টুর্নামেন্ট কে। আগামী ২২শে নভেম্বর নৈহাটি স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল বেঙ্গালুরু এবং ইন্টার কাশির তবে বর্তমানে আজ সাংবাদিক সম্মেলন করে আই লিগের ক্লাবগুলো নিজের বিবৃতি প্রদান করল।
শুরু থেকেই জানানো হয়েছিল সনি স্পোর্টস এবং কলকাতার অন্যতম বিনিয়োগকারী সংস্থা শ্রাচি স্পোর্টসের নিজস্ব অ্যাপেই খেলা সম্প্রচারণ করা হবে কিন্তু সেখানেই ঘটলো জটিলতা। এমনকি ফেরার সঙ্গে তরফ থেকে শ্রাচি এর কাছে চিঠিও পৌঁছেছে কিন্তু সদুত্তর মেলেনি।
প্রথম ক্ষেত্রে জানা যাচ্ছিল যে সনি স্পোর্টস এই প্রাথমিকভাবে সম্প্রচারণ করবে কিন্তু ২৩ অক্টোবরের পর থেকে পাল্টাতে থাকে ছবি আর এফপির সূত্র অনুযায়ী তৎকালীন সময়ে কলকাতার বিনিয়োগ সংস্থাকেই মূলত দায়িত্বভার দেওয়া হয়েছিল।
অর্থাৎ সম্প্রচারণ নিয়ে শনি ফেডারেশন এই দুজনের মধ্যে এমন বাঘ বিতোন্ডা না থাকলেও মূলত প্রশ্ন উঠছে কলকাতার এই বিনিয়োগকারী সংস্থার উপর। প্রথম থেকে ক্লাবগুলি সোনি স্পোর্টস এর তত্ত্বাবধানে সম্প্রচারণ হবে এমন কথা জানত কিন্তু পরবর্তীকালে ফেডারেশন কর্তৃক শ্রাচি প্রাচীর বিজ্ঞাপনটিকে তুলে নেওয়ায় রীতিমতো ভবিষ্যৎ নিয়ে সমস্যায় রয়েছে কমিটি।
পরবর্তীকালে অর্থাৎ সোমবার কার্যনিমাহিন কমিটির বৈঠক ডেকেছে এই আইএফএফ অর্থাৎ বাকিটা সময়ের অপেক্ষা