কলকাতা:– পরপর তিনটি জয় ফলত জয়ের একটা হ্যাটট্রিক নিয়ে আইএসএল টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো মোহনবাগান সুপার জায়ান্ট। মানবির সিং ও শুভাশিসের বলে হায়দ্রাবাদের ঘরের মাঠে জয় এলো মোহনবাগানের। নিজামদের ঘরে গিয়ে ২–০ ব্যবধানে জয়ী শুভাশিসরা। অ্যাওয়ে ম্যাচে জয় নিয়ে নিজেদের ঝুলিতে ১৩ পয়েন্ট সহ টেবিলে দ্বিতীয় স্থানে মলিনার দল।
ডার্বি কেটে যাওয়ার পর একটা লম্বা বিরতি এবং সেই বিরতির থেকে ফিরে আবারো নিজেদের পুরনো ছন্দেই ফিরে এলো, সবুজ মেরুন খেলোয়ারেরা।
পরপর তিন ম্যাচ জুড়েই ক্লিন সীট রেখেছে
মোহনবাগান। অর্থাৎ কোনরকম গোল হজম করতে হয়নি তাদের এবং সেটিকে নিয়েই রীতিমতো আপ্লুত বাগান কোচ মলিনা। জয়ের হ্যাটট্রিক এর পাশাপাশি গোলশূন্য বিপক্ষ এই ভাবনা এজন্য তার মুখে চওড়া হাসি এনে দিচ্ছে।
বর্তমানে রক্ষণ বিভাগের দুর্দান্ত পারফরমেন্সের জেরে চলতি আইএসএল এ নিজেদের জায়গার পাকা করতে পারে বলেই মনে করছেন কোচ মলিনা ।
এই বিষয়ে তিনি বলেছেন, “এই ফলে আমি খুশি। গোল অক্ষত রেখে টানা জয় পেয়েছি। এটা খুবই ভালো ব্যাপার। সেটার জন্য আরও বেশি খুশি। ম্যাচটা কঠিন ছিল। হায়দরাবাদ শুরু থেকেই আমাদের চাপে রাখার চেষ্টা করেছিল। ওদের আক্রমণেও যথেষ্ট তীব্রতা ছিল। তবে আমাদের ডিফেন্ডাররা আজ নিজেদের ভালোভাবে গুছিয়ে রেখেছে। তাই আমরা গোল খাইনি।”
এমনকি গতকাল বঙ্গসন্তান শুভাশিস এবং ভারতীয় উইঙ্গার মন্দির সিংয়ের গোলের দৌলতেই জয় ছিনিয়ে নিয়েছে মারিনার্স। বেশ দীর্ঘদিন পরেই নিজেকে অন্য ছন্দে খুঁজে পেয়েছে মানবীর ।
মানবীরের কালকে পারফরমেন্সের জেরে কোচ জানিয়েছেন , “মনবীর একটা ভালো সুযোগকে কাজে লাগিয়ে গোল করে। তার পর থেকেই ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। ওদের চেয়ে আমরাই বেশি বল পায়ে রাখতে পেরেছি। গোলের সুযোগও তৈরি করেছি বেশি। দ্বিতীয়ার্ধে আরও গোল করতে পারতাম। সব মিলিয়ে দলের এই পারফরম্যান্সে আমি খুশি।”
ম্যাচ জয়ের পর আইএসএলে তাদের পরবর্তী লক্ষ্য সার্জিও লোভেরার উড়িষ্যা। বর্তমানে আমি মোহনবাগানের অক্ষম বিভাগকে দেখি মনে হচ্ছে উড়িষ্যার আক্রমণ বিভাগের জন্য তারা সদা প্রস্তুত।