মোহনবাগান ইস্টবেঙ্গলের দাড়ি টানাটানি তে সমস্যায় আনোয়ার আলীর সম্পূর্ণ ফুটবল জীবন,পাঁচ দিন সময় ইস্টবেঙ্গল ও দিল্লিকে

0

গত কয়েক মাস ধরে চলা আনোয়ার আলী বনাম মোহনবাগানের বিরোধিতা ইতি খুব শীঘ্রই হতে চলেছে ।কারণ ইস্টবেঙ্গল ও মোহনবাগান এই দুই দলের টানাপোড়েনে অনেকটাই সমস্যায় পড়তে হয়েছে আনোয়ার কে ।তার ফুটবল ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে ।সবুজ মেরুন শিবিরে ২০২৭ পর্যন্ত চুক্তি থাকা সত্ত্বেও তিনি ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করেছেন।নিয়ম অনুযায়ী তার নির্বাসিত হওয়ার কথা ।মোহনবাগান তার নির্বাসিত বিষয়ে আপত্তি না জানালে তবেই তিনি খেলতে পারবেন।পাঁচ দিনের মধ্যে অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি কে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি (পিএসসি) জানিয়েছে, চুক্তিভঙ্গ করে অনৈতিক কাজ করেছেন আনোয়ার। নিয়ম অনুযায়ী, তাঁর নির্বাসিত হওয়ার কথা। তাঁর ফুটবল ভবিষ্যতের কথা ভেবে মোহনবাগানকে বলা হয়েছে আপত্তি তুলে নিতে। কারণ ভারতীয় দলের ডিফেন্ডার মোহনবাগানের হয়ে খেলতে রাজি নন বলে জানিয়েছেন। অন্য দিকে, শাস্তির মুখে পড়তে পারে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। নিয়মভঙ্গের জন্য ফুটবলার সই করানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে দুই ক্লাবকে।একটি সূত্রে জানা গিয়েছে, আনোয়ারকে ছাড়ার ক্ষতিপূরণ বাবদ ২০ কোটি টাকা দাবি করেছে মোহনবাগান। ক্ষতিপূরণের এই পরিমাণ নিয়ে আলোচনা চলছে দু’পক্ষের মধ্যে। এ নিয়ে আগামী পাঁচ দিনের মধ্যে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে নিজেদের অবস্থান জানাতে হবে। ক্ষতিপূরণ নিয়ে এই ক্লাবের সঙ্গে মোহনবাগানের সমঝোতা না হলে বিপদে পড়বেন আনোয়ারই। অনিশ্চিত হয়ে পড়বে তাঁর ফুটবল ভবিষ্যৎ।