প্রাক্তন শীর্ষ স্থানিয়া কী পারবে সকলের প্রত্যাশা রাখতে? প্যারিস এ লক্ষ্য ভেদে প্রস্তুত দীপিকা

0

বিশ্ব মঞ্চে ভারতীয় তীরন্দাজ রা ভালো পারফর্ম করলেও অলিম্পিকে তারা ব্যার্থ প্রমাণিত হন। বিগত কয়েকটা অলিম্পিক্স প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া ।কিন্ত লন্ডন থেকে টোকিও সর্বদাই ব্যর্থতা তাই পেয়েছে তীরন্দাজরা। আর মাত্র কিছু দিন পরেই প্যারিস অলিম্পিক্স শুরু হতে চলেছে। এবারেও তীরন্দাজ দের জন্য সবাই আশায় বুক বেঁধেছে। বিগত এক বছর ধরে ভালো ছন্দে আছেন ভারতীয় তীরন্দাজরা। এবারে সবার মধ্যমণি থাকবেন দীপিকা কুমারীই।

বিশ্বের প্রাক্তন ১ নম্বর দীপিকা কুমারী প্যারিসে তার চতুর্থ অলিম্পিক্সে উপস্থিত হবেন এবং ভারতীয় মহিলা তীরন্দাজ দলকে নেতৃত্ব দেবেন। তিনি ভজন কৌর, অঙ্কিতা ভকত এবং কমলিকা বারির মতো প্রতিভাবান তিরন্দাজদের সঙ্গে থাকছেন দীপিকা। তিরান্দাজী তে দীপিকার নেতৃত্বে ভারত এবার বেশ কয়েকটি পদক আনবে বলে সবাই আশা রাখছে। এশিয়া কাপ জয়ের পর দিদিকে নামছেন এবারের অলিম্পিক তার প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা অনেক টাই বেশি।

তিনি বর্তমানে বিশ্ব রাঙ্কিং এ ৫ম স্থানে রয়েছেন এবং তিনি প্রাক্তন ১ নম্বর রাঙ্কিং ধারী তীরন্দাজ। ২০১০ কমনওয়েলথ গেমসে তিনি মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছিলেন। এছাড়া তিনি দোলা ব্যানার্জি ও বোম্বায়লা দেবীকে সাথে নিয়ে মহিলাদের দলগত ইভেন্টেও স্বর্ণপদক জিতেছিলেন। এশিয়া কাপের বাগদাদ লেগে দুটি স্বর্ণপদক জিতে দীপিকা দুরন্ত প্রত্যাবর্তন করেছেন। দীপিকা আর্চারি বিশ্বকাপ ও প্যারিস অলিম্পিকসের জন্য ভারতীয় ট্রায়াল এর শীর্ষ স্থানে ছিলেন। তিনি অবশ্য প্যারিস ফাইনাল অলিম্পিকসে সরাসরি কোয়ালিফায়ার এ যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন তৃতীয় রাউন্ডে হেরে যান। অবশেষে দলে  কোটার মাধ্যমে তিনি যোগ্যতা অর্জন করেন।

দীপিকা কুমারী রাচির থেকে ১৫ কিলোমিটার দুরে রাতু চাটি  নামে ছোট একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শিবনারায়ণ মাহাতো ছিলেন একজন অটোরিকশা ড্রাইভার এবং মা গীতা মাহাতো ছিলেন রাচি মেডিকেল কলেজের নার্স। দীপিকার তীরন্দাজী শেখা শুরু হয় গ্রামে পাথরের ঢিল ছুরে আম পাড়া কে কেন্দ্র করে। ২০০৬ সালে জামশেদপুরের টাটা আর্চারি একাডেমিতে যোগদান করেন এবং ছয় বছর পরে, তিনি লন্ডনে গ্রীষ্মকালীন অলিম্পিকে আত্মপ্রকাশ করেন। দীপিকা এখন পর্যন্ত ২০১১ সাল থেকে পরপর তিনটি বিশ্বকাপে রৌপ্য পদক জিতেছে৷ তিনি কমনওয়েলথ গেমসে দুটি স্বর্ণ এবং একটি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকও জিতেছেন৷

দীপিকা দ্বিতীয় ভারতীয় হিসাবে মেক্সিকোর মেরিডায়ে অনুষ্ঠিত ২০০৬ আর্চারি বিশ্বকাপের জুনিয়র কম্পাউন্ড প্রতিযোগিতা জিতেন।

বর্তমানে বিশ্ব ক্রমতালিকায় ৮ নম্বরে আছেন ভারতীয় এই মহি‌লা তিরন্দাজ।  এছাড়া তাঁর কেরিয়ারে তিরন্দাজি বিশ্বকাপে মোট ১০টি সোনা, ১৩টি রুপো, ৭টি ব্রোঞ্জ পদক জিতেছেন। সরাসরি দল এ সুযোগ হয়নি এবারে কোটার মাধমে যুক্ত হলেও তীরন্দাজ দলের গুরুত্ব পূণ্য অংশ তিনি। দীপিকা তিনজন তীরন্দাজ এর একজন যারা পৃথক ইভেন্টেও প্রতিদ্বন্দ্বিতা করবে। দীপিকার লক্ষ্য থাকবে প্যারিসে প্রথম পডিয়ামে শেষ করার।