পছন্দের ফিল্ডিং কোচ এর আবেদন নাকচ বিসিসিআই এর, কাজের শুরুতেই গম্ভীর পড়লেন মহা বিপাকে!

0

 

হেড কোচ হিসাবে নিজের কাজের শুরুতেই গম্ভীর খেলেন বড় ধাক্কা। শোনা যাচ্ছে নিজের পছন্দ মতো সহকারী কোচ বাছতে গিয়ে তিনি পড়েছেন বিপাকে।

শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতীয় দল এর সঙ্গে যুক্ত হবেন গম্ভীর। তার আগে ঠিক করতে হবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচ। পুরানো সকল সহকারী কোচ দের মেয়াদ শেষ হয়েছে। ফিল্ডিং কোচ হিসাবে গম্ভীর যার নাম দিয়ে প্রস্তাব করেছিলেন, বিবিসিআই তা নাকচ করে দিয়েছে। সহকারী কোচ বেছে নেওয়ার ক্ষেত্রে বোর্ড কিচ্ছু শর্ত রেখছে তাঁর সামনে।

টি টোয়েন্টি বিশ্বকাপ এর পরে রাহুল দ্রাবিড় নিজের পদ ছেড়ে দিয়েছেন। তাঁর সময়ে যারা সহকারী কোচ হিসাবে দায়িত্ব সামলাছিল তাদেরও মেয়াদ কাল শেষ। তাই গৌতম কে নিজের পছন্দ মত সহকারী কোচ বেছে নিতে হবে, ফিল্ডিং কোচ এর জন্য জন্টি রোডস এর নাম তিনি প্রস্তাব দিয়েছিলেন। তবে শোনা যাচ্ছে, বোর্ড অধিকারীরা এই প্রস্তাব গ্রহণ করেননি। বিসিসিআই চাইছে কোন ভারতীয় কেই ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করা হোক।

দ্রাবিড় এর সহকারী হিসেবে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচের পদে ছিলেন টি দিলীপ , সবাই ছিলেন ভারতীয় তাই এবারও বিসিসিআই চাইছে সমস্ত পদে যেন ভারতীয় কোচেরাই থাকে। সেক্ষেত্রে বোর্ড চাইলে টি দিলীপকে পুনরায় তার পদে ফিরিয়ে আনতে পারেন অথবা নতুন কোন ভারতীয়কেই এই পদে বসাতে পারেন।

যদিও বিসিআই এর তরফ থেকে বলা হয়েছিল গম্ভীর যাদেরকেই চাবেন তাদেরকেই সরকারি কচ হিসেবে পাবেন। কিন্তু হল এর অন্যথা, কোচ হিসাবে নিজের কাজ শুরুতেই সমস্যার সমুখীন হলেন গৌতম। এর আগে অবশ্য রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবের নিজেদের পছন্দমত সহকারি কোচেদের বেছে নিয়েছিলেন।

গম্ভীর নিজে ছিলেন একজন বিশ্বজয়ী ক্রিকেটার। তিনি দায়িত্বও নিয়েছেন একটি বিশ্বজয়ী দলের। তাই তার উপর যে একটু চাপ থাকবে সেটা স্বাভাবিক। তাকে কোচ হিসেবে আপাতত দায়িত্ব দেওয়া আছে ২০২৭ পর্যন্ত। এর মধ্যে আছে ২০২৫ এর চ্যাম্পিয়ন্স ট্রফি। একটি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সহ একটি ওডিআই ওয়ার্ল্ড কাপ। টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অন্তর্ভুক্ত আছে তার মেয়াদ কালের মধ্যে । সমস্ত ভারতীয় দর্শক সহ সমস্ত বোর্ড কর্তা, খেলোয়াড়েরা চাইবে গম্ভীর এর আমলে ট্রফি জেতার লেগাসিটাকে ধরে রাখতে। গম্ভীর নিজেও চাইবেন আসন্ন সমস্ত ট্রফি জিততে ও ভারতীয় দল কে আবার বিশ্ব চ্যাম্পিয়ন করতে। তাই দেখার বিষয় কারা হবেন পরবর্তী সহকারি কোচ। তাঁদের উপরেও অনেক কিছুই নির্ভর করছে।এখন সবাই তাকিয়ে আছে গম্ভীর ও বিসিসিআই এর সিদ্ধান্তর দিকে ।