জিম্বাবুয়ে এর সাথে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছে ভারত । প্রথম ম্যাচ অভিষেক শূন্য রান করে ফিরলেও দ্বিতীয় দিনে তার পুনরাবৃত্তি ঘটেনি ৪৬ বল এ ১০০ রান এর এক অনবদ্য ইনিংস খেলে বুঝিয়ে দেন নিজের ক্ষমতা ও দক্ষতা কতটা। হায়দ্রাবাদ এর হয়ে যেই ফ্রম এ ছিলেন সেই ফ্রম এই কাল তাকে দেখা গেলো। ফলে ভারত ২৩৪ রান এর এক বিরাট টোটাল জিম্বাবোয়ে এর সামনে রাখতে সামর্থ্য পেলো।
ভারত এর সঙ্গে জিম্বাবুয়ের দুটি টি টোয়েন্টি খেলা হয়েছে দুটো দলই একটি একটি করে ম্যাচ জিতেছে। প্রথম ম্যাচ এ জিম্বাবোয়ে ১৩ রান এ জেতে, দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ এ ভারত ১০০ রান এর বড় ব্যবধানে জয় লাভ করে। এমত অবস্থায় প্রশ্ন উঠছে তৃতীয় টি টোয়েন্টি তে কি অভিষেক কে খেলতে দেখা যাবে, নাকি যশস্বী কামব্যাক করবে স্কোয়াড এ। অভিষেক শর্মার দ্বিতীয় ম্যাচ অনবদ্য ইনিংস এর পরে তাকে বসানো খুবই কঠিন সিদ্ধান্ত হবে। যশস্বী ৭ ই জুলাই পা রেখেছেন জিম্বাবোয়ে তে দ্বিতীয় টি টোয়েন্টি শুরু হওয়ার বেশ কিছুক্ষন আগে।
যশস্বী তৃতীয় দিন খেলবো এটা ধরে নেওয়াই যাই। প্রশ্ন থেকেই যাচ্ছে অভিষেকের অবস্থার নিয়ে। অভিষেক শর্মা কি আদেও খেলবে? তবে বিষয় টিকে অধিনায়ক গিল ইতি বাচক হিসাবেই দেখছেন , তিনি জানিয়েছেন ভারত এর কাছে ওপেনিং এর এত বিকল্প আছে এটা দেখে খুব খুশি তিনি। প্রথম একাদশে কে জায়গা পাই সেটার দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট দর্শকরা।
আন্দাজ করা হচ্ছে যশোর সি ও অভিষেক হয়তো তৃতীয় দিনের ওপেন করবেন ভারতের হয়ে। তৃতীয় স্থানে খেলবেন শুভমান, যদিও এর আগে শুভমান তৃতীয় স্থানে ভারতের হয়ে ব্যাটিং করেছেন। ফলে তেমন অসুবিধা হবে না গিল এর। তবে তৃতীয় স্থানের ব্যাটিং করে তিনি তেমন সাফল্য পাননি দলের হয়ে। হয়তো রিয়ান পরাগ কে প্রথম একাদশের বাইরে বসতে হবে। এই পরিস্থিতিতে প্রথম আকাশে কে জায়গা পেতে পারে ও ভারতীয় টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত গ্রহণ করে
সবাই আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছে।