হাজার কিমি সাইকেল চালিয়ে ধোনির বাড়িতে এলেন যুবক, দেখা না করেই ফিরিয়ে দিলেন ক্যাপ্টেন কুল !

0

কলকাতা: নাম টা যখন মহেন্দ্র সিং ধোনি তাকে নিয়ে তো ভক্ত দের মধ্যে উন্মাদনা থাকবেই সেটাই স্বাভাবিক! তাঁকে দেখার জন্যে কয়েক হাজার মাইল ও পার করে আসতে পারে তার ফ্যান। সম্প্রতি ভাইরাল হয়েছে দিল্লী থেকে আসা এক তরুণ এর ইনস্টাগ্রাম রিল।ধোনির সঙ্গে দেখা করার আশা নিয়ে দিল্লি থেকে ১২০০ কিমি পথ সাইকেল চালিয়ে রাঁচিতে হাজির এক যুবক। নাম তাঁর গৌরব কুমার।

 

মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট জগতের পরিচিতি নাম গুলির মধ্যে অন্যতম, বিশ্বের সফলতম অধিনায়ক দের মধ্যে একজন মাহী। ভারতীয় দলের সমস্ত কাঙ্খিত ট্রফি গুলি তার হাত ধরেই এসেছে মোচন হয়েছে ট্রফি ক্ষরা। ধোনির সঙ্গে দেখা করার আশা নিয়ে দিল্লি থেকে ১২০০ কিমি পথ সাইকেল চালিয়ে রাঁচিতে হাজির এক যুবক গৌরব কুমার। দিল্লী থেকে রাঁচি এতোটা রাস্তা সাইকেল করেই সফর করেছেন। প্রায় এক সপ্তাহ ছিলেন নিজের পছন্দের খেলোয়াড়রের বাড়ির সামনে। কিন্তু গৌরব এর সাক্ষাৎকার করার ইচ্ছা টা পূর্ণ হলো না শেষ পর্যন্ত। ক্যাপ্টেন কুল তার সামনে দিয়েহাত নাড়িয়ে চলে গেলেও দেখা করেননি।

 

সোশ্যাল মিডিয়া তে ভাইরাল হওয়া ভিডিও তে গৌরব উল্লেখ করেছেন এক সপ্তাহ ধরে ধোনির বাড়ীর বাইরে অপেক্ষা করছেন তার সাথে একটি বার সাক্ষাৎ এর জন্য। তবে মাহি হাত নাড়িয়ে চলে গেলেও দেখা করেননি গৌরব এর সাথে তাই কিছুটা হতাশ গৌরব।

 

নেটিজনরা এই ভিডিও নিয়ে করছে নানান সমালোচনা, “কেউ বলছেন এমন ব্যক্তির ভক্ত হওয়ার থেকে না হওয়া ভালো”, কেউ বা গৌরব কে পরামর্শ দিচ্ছেন এই ভাবে কারুর পিছনে না ঘুরে মন দিয়ে পড়াশুনা করার, বাবা – মায়ের কথা মেনে চলার। কিছু নেটিজেনরা ধোনির পক্ষ নিয়েও কথা বলেছেন, “ধোনি বাধ্য নয় গৌরব এর সাথে দেখা করার জন্য ওনার নিজস্ব মত আছে”, আজ দেখা করলে আবার কিছু দিন পরে আবার গৌরব এর মতো কেউ বাড়ি ছেড়ে দিনের পর দিন রাস্তায় বসে থাকবে।

 

যদিও এর আগেও গৌরব ধোনির সাথে দেখা করার জন্য এসেছিলেন তখনও ক্যাপ্টেন কুল এর সাথে তার সাক্ষাৎ হয়ে ওঠেনি। এবারও হয়তো তাকে প্রিয় খেলোয়াড়ের সঙ্গে দেখা না করেই ফিরতে হবে।