হরমন- শ্রীজেশ জুটিতে ৪৪ বছর পরে , ভারত হকি তে সোনালী অধ্যায়ের অপেক্ষায় !

0

কলকাতা: আজ মঙ্গলবার প্যারিস অলিম্পিকের সেমিফাইনালে জার্মানির মুখোমুখি ভারতীর হকি দল। গ্রেট ব্রিটেন কে হারিয়ে সেমিফাইনাল এ ওঠার পরে ভারতের স্বর্ণ জেতার আশা ও সম্ভাবনা আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে শ্রীজেশরা। আজকের ম্যাচে জার্মানিকে আটকানোর জন্য শ্রিজেশই অন্যতম বড় ভরসা। তাকে কেউ তুলনা করছে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে, আবার কেউ ভারতীয় ক্রিকেট এর “দ্য ওয়াল” খ্যাত রাহুল দ্রাবিড় এর সঙ্গে।

 

কোথাও তিনি দেবী দূর্গার মতো দশভূজা, আবার কোথাও এমিলিয়ানো মার্তিনেসের বিশ্বকাপে শেষ মুহূর্তে সেভ করে মেসি দের বিশ্বকাপ জেতানো সেই ছবির সাথে তার ছবি । কোথাও আবার রাহুল দ্রাবিড় এর সাথে ছবি জুড়ে বানানো হয়েছে কোলাজ। যার নিচে ক্যাপশন দেওয়া -‘দ্য ওয়াল অফ ইন্ডিয়া’। সোশ্যাল মিডিয়া তে এরকম নানান ছবি ঘুরছে বিভিন্ন ফ্যান পেজ সহ একাধিক একাউন্টে।

 

শ্রীজেশ পুরো নাম পারাওু রবীন্দ্রন শ্রিজেশ। ২০২১ এর টোকিও অলিম্পিকে শ্রিজেশ হাত ধরেই ভারতে এসেছিল ৪১ বছর পরে অলিম্পিক পদক। সেই বার ভারত ব্রোঞ্জ জিতেছিল । প্যারিসে এও ৩৬ বছরের এই নায়ক কে ঘিরেই নতুন করে স্বপ্ন দেখছে ভারত। কোয়ার্টার ফাইনালে দুর্ভেদ্য শ্রীজেশ এর জন্যই গ্রেট ব্রিটেনকে হারিয়ে ভারত উঠেছে সেমিফাইনালে। সেমিফাইনালেও ভারত চাইবে শ্রীজেস এর হাত ধরে আরও একবার ভারতীয় পতাকা কে সর্বোচ্চ শিখরে তুলে ধরতে।

 

শ্রীজেশ কে নিয়ে সোশ্যাল মিডিয়া যে ধরনের মাতামাতি হচ্ছে, সাম্প্রতিককালে কোন ক্রিকেটার ছাড়া ভারতীয় কোন তারকাকে নিয়ে এই ধরনের মাতামাতি দিয়ে দেখা যায়নি। রাহুল দ্রাবিড়, মার্তিনেস এমনকি দশভূজা দেবী দুর্গার সাথেও তাকে বসানো হয়েছে ।ভারতীয় হকির ত্রাতা তিনি। টোকিও তে এই জার্মানি কে হারিয়েই ভারতীয় দল ব্রোঞ্জ জিতেছিল হরমন প্রীত, মনপ্রিত , শ্রীজেশ এর অদম্য লড়াই এ। এবারেও সেমি তে প্রতি পক্ষ সেই জার্মানি। তবে এবারে ফাইনাল এ ওঠার লড়াই এ পরিসংখ্যানে এগিয়ে জার্মানি। বিশ্ব ক্রম তালিকায় জার্মানি রয়েছে ২ নম্বরে ও ভারত আছে ৫ এ। তবে পারফরমেন্স এ এগিয়ে ভারত সম্প্রতি কালে প্রো লীগে ৬ সাক্ষাতে ভারত জার্মানী কে হারিয়েছে ৫ বার। কিন্তু সেমিফাইনাল এর আগে ভারত যে চাপে আছে তা বলাই বাহুল্য। গ্রেট ব্রিটেন এর সাথে ম্যাচে ১৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভারত এর সেরা ডিফেন্ডার অমিত রোহীদাস। ফলে সেমিতে তার খেলা হবে না।

 

 

ভারতীয় হকি দল এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। অমিত এর শাস্তি কমানোর আবেদন করা হলেও তা ফলপ্রসূ হয়নি। শাস্তি বহাল রাখা হয়েছে আন্তর্জাতিক হকি সংস্থার পক্ষ থেকে। অমিতের এই শাস্তির চিঠিটা যিনি পাঠিয়েছেন, তার নাম জোসুয়া বার্ট। এই হকি বিশেষজ্ঞ পারিস এ এসেছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের এর টেকনিকাল কমিটির প্রধান হিসেবে। কিন্ত ভারতীয়রা এই জশুয়া বার্ট কে চেনে ‘চক দে ইন্ডিয়া’ ছবির অস্ট্রেলিয়ার মহিলা হকি দলের কোচ হিসাবে । যাদের কে হারিয়ে কে হারিয়ে কবির খান এর ভারতীয় মহিলা হকি দল বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল।

 

মঙ্গল বার কী শাহরুখ এর মুভির পুনরাবৃত্তি কী ঘটবে? সমস্ত ভারত বাসীর নজর সেই দিকে।

শ্রীজেশ যদি টীম কে বাঁচানোর বড় ভূমিকা নেন তাহলে টীম কে জেতানোর বড় ভরসা ক্যাপটেন হরমনপ্রীত সিং। প্যারিস এ তিনি ৭ গোল করে ফেলেছেন। তিনি বলেছেন, দেশ কে হকি তে নবম সোনা এনে দেয়ার জন্য আমরা মরিয়া, শুধু সেমিফাইনাল নয় ফাইনাল ও জিততে চাই অমরা।

 

হারমনপ্রীত – শ্রীজেশ জুটি ভারত কে স্বপ্ন দেখাচ্ছে ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটানোর। ভারত আবারও হকিতে সোনালী দিনের অপেক্ষায় অবসানের দিন গুনছে।