২৮ এপ্রিল,সোমবার,কলকাতা –চিনের শিয়ামেনে অনুষ্ঠিত হয়েছিল সুদিরমান কাপের উদ্বোধনি ম্যাচ ।এটিতে ভারতের পক্ষ থেকে খেলেন পি ভি সিন্ধু এবং হাড্ডাহাড্ডি লোরাইয়ের মুখোমুখি তাকে হতে হয়।তিনি খেলায় প্রতিভা দেখেন ভাল চালিয়ে যান খেলা।মহিলাদের সিঙ্গেলস বিভাগে সিন্ধুর বিপক্ষে ছিলেন ডেনমার্কের লিনে কার্সফেল্ট।
সিন্ধু খেলায় তার রেস ঠিক রাখলেও দুই গেমে অল্প কিছু পার্থক্যের জন্য জয় লাভ করতে পারেন না। তিনি গেমে এগিয়ে ছিলেন ঠিকই কিন্তু শেষে এসে লাইন কার্সফেল্ট ঘুরে দাঁড়ান এবং ম্যাচটি জিতে নেন।
তবে ভারতের জয় আসে এরপর মহিলা ডাবলস জুটির মাধ্যমে তানিশা ক্রাস্ত এবং শ্রুতি মিশ্র নাতাশা আনহোনিসেন ও আলেকজান্ডার বোয়ে কে গেমে হারান।