সাউথগেট,কোমান দুই কোচ এর স্নায়ু যুদ্ধে কে হবে জয়ী! আজ রাতে গাকপো, সাকাদের লড়াই দেখুন কে এগিয়ে

0

বুধবার গভীর রাতে গ্যারেথ সাউথগেট এর দল নেদারল্যান্ড এর বিরুদ্ধে নামছে  সেমিফাইনালের হেভিওয়েট ম্যাচ খেলতে। তবে সাউথগেট বেশ দ্বিধায় আছেন। তিন নাকি চার ডিফেন্ডার দিয়ে নিজের দল কে নামাবেন নেদারল্যান্ডস এর বিপরীতে। এই চিন্তার মূল কারণ হলো ডাচ শিবিরের ফরোয়ার্ডরা । যারা নিয়মিত ইংলিশ লিগে খেলেন, তারা নাকি সবকিছুর সম্মন্ধে আগে সতর্ক ও জানেন ইংলিশ দের দুর্বলতা ও শক্তি কোথায়।

 

হ্যাকার্স আর বোবো মাথা ব্যথার কারন হয়ে দাঁড়িয়েছে ইংল্যান্ড কোচ এর। কোডি হাকপোকে লিভারপুলে সবাই আদর করে ডাকে হ্যাকার্স আর ভাউট ভেগহস্ট ওরফে বোবো তুরস্কের বিরুদ্ধে পরিবর্তন হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ফলে তিনিও নজরে আছেন কোচ এর। সাউথ গেট কোচ হিসেবে ইংল্যান্ডের হোয়ে ১০০টি ম্যাচ পার করে ফেলেছেন। তবুও এখনো কাঙ্খিত ট্রফি অধরা। আগেরবার ফাইনালে উঠে ইতালির কাছে শোচনীয় ভাবে পরাজিত হতে হয় সাউথ গেটের ইংল্যান্ডকে। তবে এবার আশা রাখছেন দলের উপরে। ইউরো কাপকে নিজেদের করতে এখনো দুটি কঠিন প্রতিপক্ষ কে পরাজিত করতে হবে কেন, বেলিং হাম দের।

 

গ্রুপ পর্বে রোনাল্ড কোমান এর দল এর পারফরম্যান্স মনমুগ্ধ করার মতো না হলেও। নক আউট পর্বে এসে তারা নিজেদের জাত  চিনিনিয়েছে । রোমানিয়া ও তুরস্কের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে না গিয়ে তারা ম্যাচ নিজেদের দখলে করে নিয়েছে। অপরদিকে ইংল্যান্ডের পারফরমেন্স নকআউটে খুবই হতাশাজনক ছিল। শেষ ১৬ তে স্লোভাকিয়ার বিরুদ্ধে ইনজুরি টাইমে জুড বেলিংহামএর দুর্দান্ত ব্যাক ভলি থেকে করা গোল ও অতিরিক্ত সময়ে হ্যারিকেন এর গোল উপরে ভর করে কোনরকম জয় লাভ করে ইংল্যান্ড। শেষ ৮ এসে সুইৎজারল্যান্ড বিরুদ্ধে টাইব্রেকার এ গিয়ে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়।

 

সুইৎজারল্যান্ড এর বিরূদ্ধে কোয়ার্টার ফাইনালে তিন ডিফেন্স দিয়ে নিজের প্রথম একাদশ সাজিয়েছিলেন। সেমিফাইনাল ম্যাচে হয়তো তার এই চাল চলবে না তাই সাউথ গেট নিজেই ফিরে যেতে চলেছেন নিজের আগের চার ডিফেন্সের এ স্ট্যাটাজি তে।  হাকপো, ভেগহোস্ট, জাভি সিমন্স দের আটকাতে চার ডিফেন্স এই আস্থা রাখছেন সাউথগেট। হ্যারিকেন কোয়ার্টার ফাইনালে সাইডলাইনে চোট পেয়েছিলেন আশঙ্কা তৈরি হয়েছিল খেলবে কিনা সেমি তে, তবে হ্যারিকেন এখন ফিট আছেন। তাঁর খেলা কতটা জরুরি দল এর জন্য স্লোভাকিয়ার মাচ টি পর্যালোচনা করলে বোঝা যাই। এদিকে লুকা শ ইনজুরি সারিয়ে ফিরে এসেছেন তাতে কোচ এর চিন্তা একটু হলেও কমছে।

 

ইংল্যান্ড যেমন তাদের কোচ সাউথ গেটের উপরে ভরসা রাখছেন অপরদিকে ডাচরা ভরসা রাখছেন দেশের অন্যতম সফল তারকা রোনাল্ড কোম্যান কে ঘিরে। ১৯৮৮ সালের শেষ বার নেদারল্যান্ডস ইউরো কাপ জেতে সেই দলেরই অংশ ছিলেন ডিফেন্ডার কোম্যান। সেই  কোম্যান এর কোচিং এই ২৪ বছর পর আবার শেষ চার এ নেদারল্যান্ডস । কোম্যান পছন্দ করেন আক্রমণাত্মক ফুটবল খেলতে। তাই ৪-৩-৩ বা ৪-২-৩-১ ছকে। তিনি বলেন আমি শঙ্খ বদ্ধ ,আক্রমাত্মক ফুটবল খেলতে পছন্দ করি। “আমার হাতে অনেক অস্ত্র তাই এদের উপর অনেক কিচ্ছু নির্ভর করছে এই আক্রমন ভাগের কারণে আমরা এতো দুর এসেছি স্বপ্ন দেখেছি কাপ হাতে তোলার”। পরিসংখ্যানে ইংল্যান্ড বেশ কিছুটা পিছনে এগিয়ে রয়েছে ডাচরা। সাউথ গেটের সামনে কঠিন পরীক্ষা নিজের রণকৌশলের উপরেওঠা সমস্ত সমালোচনার জবাব দেওয়ার।

কোম্যান এর সামনেও অনেক প্রশ্ন তাকেও অরেঞ্জ আর্মি কে এনে দিতে হবে ট্রফি।

 

সাউথ গেটের হাতে রয়েছে হ্যারিকেন, বেলিংহম, সাকার মতো তারকা খেলোয়াড়েরা যারা যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই বলতেই হই ডটমুন্ডে ইদুনা পার্কে র লড়াই টা আজ মাঠ থেকে শুরু করে মাঠের বাইরেও আগুন ছড়াবে। দুই দলের স্নায়ুযুদ্ধ, কোচ দের মগজাস্ত্রের লড়াই, আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচটি হয়ে উঠবে জমজমাট।

দুই দলের পরিসংখ্যান:

ম্যাচ খেলা হয়েছে – ১০ টি

নেদারল্যান্ড জিতেছে – ৯টি

ইংল্যান্ডে জিতেছে – ১টি

সময়, ভেন্যু: ১২:৩০(বুধবার) , ডটমুন্ড ইদুনা পার্ক।

সম্প্রচার করা হবে:

লাইভ দেখা যাবে – সনি লিভ অ্যাপ

টিভি তে সম্প্রসারিত করা হবে – সনি স্পোর্টস ৩ও সনি স্পোর্টস ৫ এ।