অ্যাডিলেড : এমন নজির অবশ্য আগেও রয়েছে। ফলে রোহিত শর্মা, দীনেশ কার্তিকদের পাশে বসে গেল যশস্বীর নামও। অ্যাডিলেডে যেদিন ভারতীয় দল পৌঁছেছিল সেদিনও বিমানবন্দরে ভুল দিকে গিয়ে কাচের দেওয়ার কাছে আটকে পড়েছিলেন যশস্বী। পরে অবশ্য বাকিদের পথে সহজেই বেরিয়ে এসে টিম বাসে উঠেছিলেন। আজ বিপত্তি অ্যাডিলেডের বিমানবন্দরে যাওয়ার সময়।
সিরিজের তৃতীয় টেস্ট খেলতে এদিনই অ্যাডিলেড থেকে ব্রিসবেনে পৌঁছেছে ভারতীয় দল। তবে হোটেল থেকে টিমবাসে চেপে বিমানবন্দরে যেতে পারেননি ভারতীয় ওপেনার। পরে আলাদা গাড়িতে করে তিনি এয়ারপোর্টে গিয়ে সতীর্থদের সঙ্গে যোগ দেন।
https://www.instagram.com/p/DDb0zHLPxEP/?igsh=MTR5bjAzeXRlZWVkeA==
জানা যাচ্ছে, ভারতীয় দলের বিমান ছিল স্থানীয় সময় সকাল ১০টায়। যে সময় হোটেলের লবিতে সকলকে আসতে বলা হয়েছিল একমাত্র যশস্বীই সঠিক সময়ে পৌঁছতে পারেননি। তাঁর জন্য হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা, নির্বাচক প্রধান অজিত আগরকররা কিছুক্ষণ অপেক্ষা করেন। পরে তাঁরা বাসে চেপে বিমানবন্দরের দিকে রওনা হয়ে যান।ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের নিয়ে দুটি বাস দ্য় ইন্টারকন্টিনেন্টাল হোটেল ছাড়ে সকাল সাড়ে ৮টা নাগাদ। যশস্বী যখন লবিতে আসেন তখন দেখেন বাস ছেড়ে গিয়েছে। যশস্বীর ক্ষেত্রে এমন দেরি হওয়া নজিরবিহীন। এমনিতে তাঁর সময়ানুবর্তিতা নিয়ে কখনও সমস্যা হয়নি।
তবে কী কারণে তাঁর দেরি হলো সেটা এখনও জানা যায়নি। হোটেল থেকে বিমানবন্দরের দূরত্ব ছিল ৮ কিলোমিটার। যশস্বীর দেরির জন্য বিরক্ত দেখিয়েছে রোহিত শর্মাকে। তিনি এক সাপোর্ট স্টাফকে বলেন যশস্বীর খবর নিতে। টিম ম্যানেজার ও সিকিউরিটি অফিসারও বিড়ম্বনায় পড়েন। কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস যায় গন্তব্যের দিকে।
যশস্বী মিনিট ২০ দেরিতে হোটেলের লবিতে পৌঁছন বলে খবর। টিম ম্যানেজমেন্ট যশস্বীর জন্য একটি গাড়ির বন্দোবস্ত করে রেখেছিল। তাতে করেই যশস্বী ও সিনিয়র সিকিউরিটি অফিসার রওনা হন। এর আগে, রোহিত শর্মা ও দীনেশ কার্তিকের টিম বাস মিস করার নজির রয়েছে।
নিয়মশৃঙ্খলার বিষয়ে ভারতীয় দলে কড়াকড়ি রয়েছে। এদিনের ঘটনার জেরে যশস্বীর জরিমানা ধার্য করা হতে পারে। বিরাট কোহলি ও জসপ্রীত বুমরাহর সঙ্গে তাঁদের পরিবারের সদস্যরা রয়েছেন। তাঁরাও একই চার্টার্ড বিমানে ব্রিসবেনে গেলেন। কাল থেকে গাব্বায় অনুশীলনে নামবেন রোহিত শর্মারা।