শেখদের শহরে আজ থেকে বিশ্বজয়ের লক্ষ্যে নামছে হরমনপ্রীতরা ! কখন, কোথায় দেখবেন ম্যাচ ?

0

দুবাই: এর আগে একাধিকবার তীরে এসে তরী ডুবেছে। এবার তাই প্রথম থেকেই লক্ষ্য স্থির করে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ নামতে চলেছে মহিলা ভারতীয় ক্রিকেটীয় দল। ইতিমধ্যেই এবারের প্রতিযোগিতার ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ৪ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। জয় ছাড়া কিছুই ভাবছেন না হরমনপ্রীত কউর, শেফালি ভার্মারা।

 

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ নামার আগে প্রতীপক্ষকে সমীহ করলেও আত্মবিশ্বাসী মহিলা টিম ইন্ডিয়া। শেষ ৫টি ম্যাচের মধ্যে ৪টিতেই জিতেছে ভারতীয় দল। ফর্মে রয়েছে স্মৃতি মন্ধনা, জেমাইমা রড্রিগেজ, দীপ্তি শর্মারা। বোলিংয়ে ছন্দে রয়েছেন একাধিক প্লেয়ার। অপরদিকে, পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি ব্ল্যাক ক্যাপসরা। বড় ম্যাচে কতটা লড়াই দিতে পারে হোয়াইট ফার্নরা সেটাই দেখার।

 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে ভারত বনাম নিউজ্যান্ডের মেগা ম্যাচ। স্পোর্টিং উইকেট তৈরি করা হয়েছে দুবাইতে। ব্যাটিং ও বোলিং উভয়পক্ষই সুবিধা পাবে পিচ থেকে। পেসাররা নতুন বলে বোলিং উপভোগ করবে এবং ব্যাটসম্যানদের জন্য উইকেট খেলা এগোনোর সঙ্গে সঙ্গে সহজ হয়ে উঠবে। স্পিনাররা কিছুটা সুবিধা পেতে পারে। টস জিতে প্রথমে বোলিং করাটা বুদ্ধিমানের সিদ্ধান্ত হতে পারে।

 

তবে এই ম্যাচ ভারতীয় দর্শকরা কখন এবং কোথায় দেখতে পাবেন ? রইল বিস্তারিত বিবরণ !

 

কারা মুখোমুখি হবে?

 

শুক্রবার ভারত বনাম নিউজিল্যান্ড মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নামবে

 

কোথায় ম্যাচ?

 

ম্যাচটি হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে

 

কখন শুরু?

 

ম্যাচ শুরু হবে শুক্রবার ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে

 

কোথায় দেখবেন ম্যাচ?

ডিডি স্পোর্টস ও স্টার স্পোর্টসে দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ড মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি

 

অনলাইনে কীভাবে দেখবেন ম্যাচ ?

 

ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই ম্যাচ