কলকাতা: দল বদলের বাজারে রীতিমত সরগরম ময়দান। নতুন নতুন চমক দিতে ইতিমধ্যেই কাজ শুরু করেছে বেশ কিছু দল , চলছে দলবদলের খেলা।
এবং তার মাঝেই নিজেদেরকে নতুন ভাবে গুছিয়ে নিতে ব্যস্ত হয়ে রয়েছে ইস্টবেঙ্গল ।
কোলকাতার ময়দানে ফুটবলের আমেজ চোখে পড়বার মত, চলছে কোলকাতা ফুটবল লিগ। আর সেই লিগে একের পর এক মনোমুগ্ধকর খেলা দেখিয়ে এই মুহূর্তে টেবিলের শীর্ষে ইস্টবেঙ্গল ক্লাব।
সেই আমেজকে গতি দিতেই ২৭ জুলাই থেকে শুরু হতে চলছে ১৩৩ তম ডুরান্ড কাপ। এবং এই কাপকেই পাখির চোখ করেছেন লাল হলুদ দ্রোণাচার্য, কার্লেস কুয়াদ্রত।
আগের ডুরান্ডের সংস্করণে ফাইনালে গিয়েও হারের স্বীকার হতে হয়েছিল ইস্টবেঙ্গলের , তবে এবারে যেন নয়া মন্ত্রে দীক্ষিত ক্লেইটন – সৌভিকরা।
দল গোছাতে ব্যস্ত ইস্টবেঙ্গলের এবার যেনো দুর্দান্ত কিছু সই করিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কেরালা ব্লাস্টারদের স্ট্রাইকার ডিমিত্রিওস ডাইমান্তকস, পাঞ্জাবের সর্বসেরা এ্যাসিস্ট দাতা মদিহ তালাল সহ জিকসন সিং।
একেবারে বলা জয় এবার যেনো নতুন দল নিয়ে ডুরান্ডের মঞ্চে নামবে রেড এন্ড গোল্ড ব্রিগেড। কার্যত এবছরের ফেভারিটের তকমা ইতিমধ্যেই বসে গিয়েছে ইস্টবেঙ্গল ওপর। এছাড়াও জর্ডান এলসে এর মতন খেলয়ারদের প্রত্যাবর্তন সহ হিজাজি মহারের প্রভাব আরো শক্তিশালী করবে লাল হলুদদের।