২৫ জুন থেকে শুরু হয়েছে কোলকাতার নিজস্ব টুর্নামেন্ট ” কলকাতা ফুটবল লীগ”। সেই নিয়ে কার্যত প্রথম দিন থেকেই বেশ সরগরম ময়দান, তিন প্রধানের সঙ্গে আরও বেশ কিছু দল নিজেদেরকে সাজিয়েছে নতুন ছন্দে। আজ ছিল কলকাতা ফুটবল লীগের একটি গুরুত্বপুর্ন ম্যাচ । ব্যারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও টালিগঞ্জ অগ্রগামী। গতবছর কলকাতা লিগে দ্বিতীয় স্থানে শেষ করেছিল ইস্টবেঙ্গল। মহামেডানের থেকে বেশ কিছু পয়েন্টের ব্যবধানে পিছিয়ে গিয়েছিল লাল হলুদ বাহিনী। কিন্তু এবার আর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছাড়তে চান না কোচ বিনো জর্জ। আর প্রথম ম্যাচেই তার প্রমাণ পাওয়া গেল। কার্যত টালিগঞ্জ অগ্রগামী কে নিয়ে ছেলেখেলা করলো ইস্টবেঙ্গল, ৭-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিল তাদের । টালিগঞ্জ অগ্রগামীকে ৭-১ গোলে হারিয়ে লিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল।
বৃষ্টি ভেজা দুপুরে ব্যারাকপুরের স্টেডিয়ামে যেনো লাল হলুদ শিবিরের সমর্থকদের একটা জন উচ্ছ্বাস লক্ষ্য করা গেলো । যেমন ছিল উচ্ছাস তেমনি একদিকে ছিল লাল হলুদ আবিরের রেশ । প্রথম দিক থেকেই বেশ উত্তেজিত ছিল ইস্টবেঙ্গল, বেশ আক্রমণাত্মক মনোভাবের ফলে প্রথমার্ধেই ২ গোলের ব্যবধানে এগিয়ে যায় তারা । ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন শ্যামল বেসরা আর আমন সিকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই যেনো এক অন্য ইস্টবেঙ্গল ধরা পড়ল , সায়নের কাটব্যাক কিংবা আমানের দূরপাল্লার শট সবটা মিলে বিধ্বংসী তারা । মাঝে টালিগঞ্জের হয়ে বিশ্বাসের আশা হয়ে গোল করেন সঞ্জয় শর্মা তবে শেষরক্ষা হলো না। জোড়া গোল করলেন জেসিন। তার পর জালে বল জড়ালেন সুব্রত। ষষ্ঠ গোলটি করেন আনান্থু। আর শেষ গোলটি করলেন লাল-হলুদের উঠতি তারকা সায়ন। শেষ পর্যন্ত গোলের মালা পরিয়ে লিগ শুরু করল ইস্টবেঙ্গল।
ম্যাচ শেষে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল কর্মকর্তা দেবব্রত সরকার:-” আমরা দল বানাই জেতার জন্য , আমরা মাঠে আসি চ্যাম্পিয়ন হবার জন্য । এই দলকে আরো মজবুত করতে হবে। ”
কলকাতা লিগে প্রথম থেকেই নজর কাড়ছে তিন প্রধান।