প্যারিস: শুক্রবার থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স। গ্রেটেস্ট শো অফ আর্থকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা তুঙ্গে।প্যারিস জুড়ে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিতে চাইছে ফ্রান্স। এই নিয়ে তৃতীয়বার ফ্রান্সে বসছে আধুনিক অলিম্পিক্সের আসর। গোটা বিশ্বের মতোই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর থাকবে শুক্রবারের মেগা উদ্বোধনী অনুষ্ঠানের দিকে। কিন্তু কখন-কীভাবে দেখবেন অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
২০২৪ প্যারিস অলিম্পিক্স আগামী ২৬ জুলাই থেকে শুরু হবে। যদিও ফুটবল এবং রাগবির গ্রুপ পর্যায়ের ম্যাচ ২৪ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে। প্যারিসে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। অর্থ্যাত ভারতে রাত ১১টা থেকে ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানটি দেখতে পারবেন।
ভারতে প্যারিস অলিম্পিক্সের সম্প্রচারকারী সত্ব জিও’র কাছে রয়েছে। এছাড়া স্পোর্টস ১৮ ১ এইচডি এবং এসডি, স্পোর্টস ১৮ ২ এইচডি এবং এসডি চ্যানেলে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে।
পাশাপাশি স্পোর্টস ১৮ ৩ এইচডি এবং এসডি চ্যানেলে ম্যাচের হিন্দি ধারাভাষ্য উপভোগ করতে পারবেন। মোবাইল এবং ল্যাপটপে আপনি জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করে দেখতে পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানও সংশ্লিষ্ট চ্যানেল বা অ্যাপেই দেখা যাবে।
প্যারিস অলিম্পিক্সের আয়োজকরা পুরো উদ্বোধনী অনুষ্ঠানটিকে ১২টি ভাগে ভাগ করা হয়েছে। যেখানে মোট তিন হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নেবেন। অংশগ্রহণকারী শিল্পীরা শেন দুই তীরে, সেতুতে ও কাছাকাছি স্মৃতিস্তম্ভগুলোয় থাকবেন। নটর ডেম ক্যাথেড্রালও থাকবে এই উদ্বোধনী অনুষ্ঠানের অংশ।
প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ১০,৫০০ জন ক্রীড়াবিদ থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ১০০ টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন এবং ৩ লক্ষ্যের বেশি মানুষ নদীর তীরে থেকে দেখবেন। যে নৌকাগুলি ক্রীড়াবিদদের বহন করবে সেগুলিতে সারা বিশ্বে যারা টেলিভিশনে দেখবেন তাদের জন্য ক্যামেরা সজ্জিত থাকবে।
প্যারিস অত্যন্ত প্রত্যাশিত গ্রীষ্মকালীন অলিম্পিক্সের আয়োজন করতে প্রস্তুত, ২০০ টিরও বেশি দেশের ক্রীড়াবিদদের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৩২টি ক্রীড়া শাখায় ৩২৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন৷ অলিম্পিক্সে গেমসের এই পুনরাবৃত্তি চারটি নতুন খেলার পরিচয় দেবে – ব্রেকিং, স্কেটবোর্ডিং, সার্ফিং, এবং স্পোর্টস ক্লাইম্বিং-একজন তরুণ দর্শককে আকৃষ্ট করার লক্ষ্য।