কলকাতা:- সুপার কাপ ফাইনালে আজ মুখোমুখি এফসি গোয়া এবং জামশেদপুর। তবে গতবারের মত জৌলুশ এইবার নজরে আসেনি কলিঙ্গ স্টেডিয়ামে। ফাইনালে নেই কোনো বাংলার দল সেক্ষেত্রে দর্শক আসন ও কিছুটা লোপ পেয়েছে । সমর্থকদের পূর্ণ আস্থা এবার নতুন বছরের নতুন পরিকল্পনা গুলোকে ঘিরে। দল বদলের লড়াইয়ে এবার মাঠে নামলো ইস্টবেঙ্গল। ব্রাজিলিয়ান মাঝ মাঠের তারকা মিগুয়েল ফারেরাকে দলে নিলো অস্কার ব্রুজোর দল। বহুবার রব্সন কে নজরে রাখলেও শেষ রক্ষা হয়নি ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গলের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে যেতে পারে মোহনবাগান ! সেই ক্ষত জায়গায় কিছুটা মলম দিতেই ব্রাজিল তারকা মিগুয়েল এর দিকে এবার ঝালিয়েছে ইস্টবেঙ্গল।
সরগরম ময়দান। দল বদলের বাজারে একেবারে নেমে পড়েছে সমস্ত দল। পিছিয়ে নেই মোহনবাগান। তবে এবার একেবারে সশস্ত্র বাহিনী নিয়ে আবারো বিদেশী নিয়োগে ব্যস্ত লাল হলুদ শিবির। গত বছরও এক ঝাঁক বিদেশি খেলোয়াড় এনেছিল তারা ! কিন্তু ব্যর্থ সকলেই । দিয়ামন্তকোস থেকে রিচার্ড সেলিস, সমর্থকদের মন হয়ে ব্যর্থ দুজনেই । এমনকি ফল পাওয়া তো দূর অস্ত। মাঝেই ক্লিটন সিলভার চুক্তিভঙ্গের পর রবসন কে নিয়ে কথা চললেও এবার আরেক ব্রাজিল এর তারকার দিকেই ইস্টবেঙ্গল। অস্কারের পছন্দ তার পুরনো স্কুল বসুন্ধরা কিংস।
মিগুয়েল ফেরারা। জাতে ব্রাজিলিয়ান, মাঝ মাঠের তারকা। বছর ২৫ এর এই মধ্যমণি কে ঘিরেই পরবর্তী বছরে দল গঠন করবে লাল হলুদ। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে দুই পক্ষের মধ্যে। ১+১ এর চুক্তিতেই এবার ভারতে আসছেন তিনি। সব ঠিক থাকলে আগামী বছরে লাল হলুদ জার্সি গায়েই দেখা যাবে মিগুয়েল কে। বসুন্ধরা এর হয়েও মাঝ মাঠে বেশ রক্ষনশীল এবং বুদ্ধিমান খেলোয়াড় তিনি। বল বাড়ানো থেকে সুযোগ তৈরি সবদিকেই সমান দক্ষ। এমনকি সুযোগ পেলে জালে বল জড়িয়ে দিতেও পিছু পা হন না তিনি। এবার তাকেই নিতে চলেছে ইস্টবেঙ্গল।