কলকাতা:- ডুরান্ডের মঞ্চে এ যেন এক অন্য মোহনবাগান, ইন্ডিয়ান এয়ার ফোর্স কে নিয়ে নিছক ছেলেখেলা করলো সবুজ মেরুন শিবির। ইন্ডিয়ান এয়ার ফোর্স কে ৬ গোল দিয়ে স্বভাবত কোচ হোসে মোলিনা কে জন্মদিনের উপহার দিলেন মোহনবাগান খেলোয়াড়রা।
গ্রুপ “এ”র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচে আজ মুখোমুখি ছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স। গতকাল চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল, ডাউনটাউনকে হারিয়ে কার্যত নিজেদের জায়গা পাকা করে নিয়েছে।
তাই বাগান কোচের নজরে আজ ছিল এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম থেকেই বেশ আক্রমণাত্মকভাবেই খেলতে দেখা যাচ্ছিল মোহনবাগান খেলোয়াড়দের।
খেলার প্রথমার্ধ থেকে শুরু হয়ে গিয়েছিল গোলের বন্যা। চার মিনিটের মাথায় কামিংস এর পা দিয়েই প্রথম গোল আসে মোহনবাগানের শিবিরে।
ধারে ভারে প্রথম থেকেই কিছুটা হলেও এগিয়েছিল মোহনবাগান। ৪ মিনিটের মাথায় প্রথম গোল আসবার পর আরো যেন আত্মবিশ্বাসী হয়ে ওঠেন মোহনবাগান স্ট্রাইকার জেসান কামিংস।
ঠিক ৬ মিনিটের ব্যবধানে আরও একটি গোল আসে মোহনবাগানের হাত ধরে, কিন্তু এবার নায়ক মোহনবাগানের নবনিযুক্ত ডিফেন্ডার টম আলড্রেড।
এখানেই থেমে যায়নি মোহনবাগানের গোলের যন্ত্র, আব্দুল সামাদের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে জোরালো শটে তৃতীয় গোল করেন লিস্টন কোলাসো।
৬৫ মিনিটে বিশ্বমানের গোল করে ব্যবধান আরও বাড়ান অনিরুদ্ধ থাপা। ৭৬ মিনিটে কামিন্স নিজের দ্বিতীয় গোলটি করেন। টম অ্যালড্রেড এর পরেই আরেক নবনিযুক্ত খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্ট আজ মোহনবাগানের হয়ে তার অভিষেক গোলটি করেন।
আজকের খেলা দেখবার জন্য মাঠে এসেছিলেন ইস্টবেঙ্গলের কোচ কুয়াদরাত , ফলতবোঝাই যাচ্ছে ১৮ তারিখে “ইস্ট মোহনের” ডার্বির আগে কার্যত সর গরম ময়দান।