কলকাতা :- ভারতীয় ফুটবল ইতিহাসের একটি সফলতম এবং ঐতিহ্যবাহী দলগুলির মধ্যে অন্যতম মহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা ফুটবল লীগ থেকে আই লীগের মঞ্চে রীতিমত ঝড় তুলে এখন মহামেডান এর নতুন লক্ষ্য আইএসএল জয়।
গত মরশুমে আই লীগ জয় করে আইএসএল এর জন্যে যোগ্যতা অর্জন করেছে এই বাংলার প্রধান। তবু অর্থনৈতিক সমস্যাকে নিয়েই কার্যত ক্লাব কর্তৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ ছিল ।
আইএসএলের জন্য পর্যাপ্ত পরিমাণে টাকার দরকার কিন্তু ইনভেস্টর সমস্যাই মাথাব্যথার কারণ হয়ে গিয়েছিল তাদের।
অবশেষে মহামেডান এর লক্ষী প্রাপ্তি!
নতুন ইনভেস্টর হিসেবে আত্মপ্রকাশ করল শ্রাচী গ্রুপ। ইতিমধ্যেই ক্রীড়া জগতে বহু খেলায় বিনিয়োগ করেছে
শ্রাচী গ্রুপ ।
এবারে তাদের নতুন লক্ষ্য মহামেডান স্পোর্টিং ক্লাব।
দীর্ঘদিন ধরেই শ্রাচী গ্রুপের সাথে কথাবার্তা চালিয়েছেন “বাঙ্কারহিল”। এর মাঝেই জুড়েছে মহারাজ সৌরভ গাঙ্গুলি এর নাম , সূত্র মারফত জানা যাচ্ছে সৌরভ গাঙ্গুলির সাথে বিনিয়োগকারী সমস্যা নিয়ে বহুবার কথা বলেছে মহামেডান। আর সেই মুহূর্তেই সৌরভ গাঙ্গুলির কথায় শ্রাচীর দ্বারস্থ হয় মহামেডান স্পোর্টিং।
কার্যত ৩০% স্টেক ইনভেস্টর হতে চলছে রাহুল তোদির শ্রাচী গ্রুপ। এই বিনিয়োগের ফলে পরবর্তী আইএসএলে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাবে কোলকাতার এই প্রধান ক্লাব।
নতুন বিনিয়োগ নিয়ে পরবর্তী মরশুমে কেমন ফল করে মহামেডান স্পোর্টিং সেটাই সময়ের অপেক্ষা।