কলকাতা:- টানা দ্বিতীয়বারের জন্য আইএসএল শিল্ড ঘরে তুলল সবুজ মেরুন শিবির। আগের বছর হাবাস আর চলতি মরশুমে মোলিনা এর হাত ধরে ভারতসেরা মোহনবাগান। গত মরশুমের ছবিই ফের দেখা গেল এ মরশুমেও। আগের বছর মুম্বাই বধ করে শিল্ড পেয়েছিল তারা। এই বছর উড়িষ্যা কে পরাস্ত করে কার্যত একের পর এক নোয়া রেকর্ড করেছে মোলিনার সেনা।
আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে সার্জিও লবেরা এর উড়িষ্যার বিরুদ্ধে কিছুটা হলেও অস্বস্তিতে দেখা যাচ্ছিল মোহনবাগান কে। এমনকি বারংবার একাধিক সুযোগ নষ্ট হচ্ছিল । ৮১ মিনিটে জেমির কাছে সুযোগ এলেও তার সদ্ব্যবহার করতে পারেনি এই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার। অবশেষে মোহনবাগান এর ত্রাতা পেত্রাতোস, তার করা একমাত্র গোলেই শিল্ড জয় মোহনবাগানের।
তবে শিল্ড জয় তো বটেই, কিন্তু এর পাশাপাশি একের পর এক রেকর্ড ভেঙেছে আজ বাগান তারকারা। উড়িষ্যা কে হারিয়ে আজ ৫০ পয়েন্ট নিজের ঝুঁকিতে ভরেছে তারা।
আইএসএল এর ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০ পয়েন্ট অর্জনকারী দল হিসেবে নিজেদের অবস্থান জোড়ালো করলো মোহনবাগান। এছাড়াও চলতি মৌসুমে প্রায় ১৬ টা জয় নিয়ে সর্বোচ্চ জয়ের রেকর্ডও ভাঙল আজ। একটি আইএসএল মৌসুমে সর্বাধিক ২০ টা সেট পিস থেকে গোল করবার রেকর্ডও গেলো মারিনার্সদের কাছে।
বলাই বাহুল্য, প্রকৃত অর্থে যার জন্যে এই শিল্ড জয় করেছে মোহনবাগান, সেই বাগানের বাজপাখি বিশাল কৈথ। একটি আইএসএল মৌসুমে এখনো অবধি ১৪ টি ক্লিন শিট রেখে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন বাগান গোল রক্ষক।
লিগ শিল্ড জয়ের পাশাপাশি এই রেকর্ড গুলিতেও আজ স্বর্ণাক্ষরে নিজেদের নাম খোদাই করলো সবুজ মেরুন শিবির।
তবে এই শিল্ড জয় থেকে থেমে যাওয়া নয় বলেই জানিয়েছেন মোহনবাগান দ্রোণাচার্য হোসে মলিনা। বর্তমানে তার লক্ষ্য আইএসএল কাপ ঘরে তোলা এবং পরবর্তী সময়ে এশিয়ার মঞ্চে দুরন্ত ফুটবল খেলা।
আগামী মরশুমে ফের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র জন্য যোগ্যতা অর্জন করে ফেলল মোহনবাগান।
২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে এবার আইএসএল কাপ এর দিকেই এগোচ্ছে মোহনবাগান।