মধ্যপ্রাচ্যের ফুটবলকে বিশ্বমঞ্চে যারা জনপ্রিয় করেছেন তাদের তালিকায় প্রথমে আসবে ক্রিস্তিয়ানো রোনাল্দোর নাম। ২০২২ সালে তিনি সৌদি আরবের ক্লাব আল নাসেরে যান। এরপর তাঁর পথ অনুসরণ করে করিম বেঞ্জেমা, নেইমার, সাদিও মানের মতো তারকারা সৌদি প্রো লিগে গিয়েছেন। কেরিয়ারের শেষে এসেও রোনাল্দোর দাপট একটুও কমেনি। ৯০০ গোল করার পর এখন তিনি এক হাজার গোলের দিকে এগোচ্ছেন। এবার আল নাসেরে থাকার জন্য বড় পুরস্কার পেতে চলেছেন তিনি।
চলতি মরশুমেই আল নাসেরের সঙ্গে রোনাল্দোর চুক্তি শেষ হচ্ছে। এরপর তিনি ইউরোপে ফিরতে পারেন বলে খবর আসছিল। কিন্তু রোনাল্দো আল নাসেরের জার্সি গায়ে অনুশীলনে নামেন ও আল নাসেরকে আরও বেশি সংখ্যায় ট্রফি জেতানোর প্রতিজ্ঞা করে সেই জল্পনায় জল ঢেলেছেন। রিপোর্টে প্রকাশ, এবার রোনাল্দো আল নাসেরের সঙ্গে চুক্তি বাড়াতে চলেছেন। তবে এবার চুক্তি বাড়ানোর ফল হিসেবে তিনি আল নাসেরের মালিকানা পেতে চলেছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রোনাল্দোর সঙ্গে আল নাসেরের নতুন চুক্তিটা আর্থিক দিক থেকে আকর্ষণীয় হতে চলেছে। রিপোর্টে প্রকাশ, আল নাসের পর্তুগিজ় তারকাকে দলের মালিকানার পাঁচ শতাংশ মালিকানা দিতে চলেছে। মালিকানার পাশাপাশি বেতন বাবদ তিনি আল নাসেরের থেকে প্রতি মরশুমে ১৮ কোটি ৩০ লাখ ইউরো পাবেন, ভারতীয় মুদ্রায় যা ১৬০০ কোটি টাকার আশপাশে। এরসঙ্গে রোনাল্দোর নিজের পছন্দের কয়েকজন প্লেয়ারকে আল নাসেরে আনতে চান বলেও চুক্তি হয়েছে। তবে কত বছরের জন্য রোনাল্দোর সঙ্গে আল নাসেরের সঙ্গে চুক্তি হচ্ছে সেটা জানা যায়নি।
রোনাল্দোর প্রথম নন, এর আগে প্লেয়ার হিসেবে দলের মালিকানা পেয়েছিলেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে খেলার সময় তিনি সেই দলের মালিকানা পান। পরে তিনি ফুটবল ছাড়ার পর ইন্তার মায়ামি কেনেন ও লা গ্যালাক্সির মালিকানা ছেড়ে দেন। এবার তাঁর তালিকায় রোনাল্দোর নাম যোগ হতে চলেছে। সম্প্রতি গুজব ছড়ায় লিওনেল মেসিকেও মালিকানা দিতে পারে ইন্তার মায়ামি, যদিও সেটা হচ্ছে না।