মোহনবাগান মানেই যেন চমক। বিগত কয়েক মরশুম ধরেই তা বোঝা গিয়েছে ব্যাপকভাবে। দলে এসেছেন একের পর এক হাইপ্রোফাইল ফুটবলার। সেই ধারা বজায় রেখেই নতুন মরশুমের জন্য দল সাজাচ্ছে সবুজ-মেরুন। এবার সেই তালিকায় যুক্ত হল অ্যালবার্তো রদ্রিগেজের নাম। আসন্ন আইএসএলে বাগানের রক্ষণভাগ সামাল দিতে দেখা যাবে এই স্প্যানিশ ফুটবলারকে। কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ফুটবলারের নাম ঘোষণা করেছে কলকাতার এই প্রধান। তাঁর উপস্থিতি অনেকটাই শক্তিশালী করে তুলবে মেরিনার্সদের।
গত মরশুমে ইন্দোনেশিয়ার প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব পারসিব বান্দুংয়ের হয়ে একাধিক ম্যাচ খেলেছিলেন রদ্রিগেজ। তাঁর পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছিল সকলের। সেইমতো এই স্প্যানিশ ফুটবলারের সাথে কথাবার্তা এগোতে শুরু করে মোহনবাগান। অবশেষে আজ সরকারিভাবে ঘোষণা করা হয় এই ডিফেন্ডারের নাম। দেশের এই ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে তিনি বলেন, ‘কয়েক বছর ধরেই আমি ইন্ডিয়ান সুপার লিগের খেলা গুলির উপর নজর রাখছিলাম। গত আইএসএল মরশুমে মোহনবাগান যে আধিপত্য দেখিয়েছে সেটাও দেখেছি। তবে মোহনবাগানে আমার যোগদান করার অন্যতম কারন হল বিশাল আবেগপ্রবণ সদস্য সমর্থকরা। এমনিতেই মাঠ ভর্তি সমর্থকদের সামনে আমার সেরা খেলাটা বেড়িয়ে আসে। ভারতে এ ব্যাপারে মোহনবাগানের কোনও বিকল্প নেই। আমার প্রধান লক্ষ্য হল চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখা। এবং যে টুর্নামেন্ট গুলো আমরা খেলব সেই ট্রফি গুলো জেতা। জয় মোহনবাগান’
তাঁর যোগদানের প্রসঙ্গে বাগান কোচ জোসে মলিনা বলেন, ‘অ্যালবার্তো এমন একজন সেন্টার ব্যাক যে নিজের শক্তি ও আগ্ৰাসী মনোভাব নিয়ে রক্ষণভাগ সামাল দিতে পারে। তাঁর বড় গুন হল রক্ষণের পাশাপাশি আক্রমণ ও সংগঠিত করতে পারে। তাঁর দুটো পা সমান কার্যকর। গত মরশুমে ইন্দোনেশিয়ার টপ লিগে দলকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি খুব খুশি যে ও মোহনবাগান সুপারজায়ান্টসের প্রস্তাবে সাড়া দিয়েছে এবং সেরা ক্লাবে খেলার সিদ্ধান্ত নিয়েছে।’
এছাড়াও কিছুদিন আগে স্কটিশ ফুটবলার টম অলড্রেডকে সাইন করিয়েছে এই ফুটবল ক্লাব। এই দুই ফুটবলারকে স্কোয়াডে রেখেই নিজেদের একাদশ সাজাতে পারন বাগান কোচ।