প্যারিসে প্রথম সোনা জিতল চিন, শ্যুটিংয়ে ভারতের ব্যর্থতা অব্যাহত!

0

প্যারিস: পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে অল্পের জন্য ফাইনালে উঠতে পারলেন না সর্বজ্যোৎ সিং। যোগ্যতা অর্জন পর্বে প্রথম ৮ স্থানাধিকারী ফাইনালে গেলেন। সর্বজ্যোৎ ৬টি সিরিজের পর শেষ করলেন নবম স্থানে থেকে (৫৭৭-১৬এক্স)। জার্মানির রবিন ওয়াল্টার রইলেন আটে (৫৭৭-১৭এক্স)। ১৮ নম্বরে শেষ করলেন অর্জুন সিং চিমা (৫৭৪-১৭এক্স)।

পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের যোগ্যতা অর্জন পর্ব চলছে। প্রথম আট শ্যুটার উঠবেন ফাইনালে। ৬টি সিরিজ হবে। প্রথম সিরিজে সর্বজ্যোৎ সিংয়ের স্কোর ৯৪, অর্জুন সিং চিমার স্কোর ৯৬। যদিও তাঁরা প্রথম আট থেকে অনেকটাই পিছনে।

প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে জার্মানিকে ১৭-৫ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতল কাজাখস্তান। সোনা জয়ের দ্বৈরথে মুখোমুখি চিন ও কোরিয়া।১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টের পদক জয়ের লড়াই থেকে ছিটকে গেলেন ভারতীয় শ্যুটাররা। প্রথম স্থানাধিকারী চারটি দল গেল মেডেল রাউন্ডে। যোগ্যতা অর্জন পর্বে ভারতের রমিতা জিন্দল ও অর্জুন বাবুতা দখল করলেন ষষ্ঠ স্থান। দ্বাদশ স্থানে শেষ করলেন এলাভেনিল ভালারিভান ও সন্দীপ সিং।