কোলকাতা ঃ- আন্তর্জাতিক বিরতির আগে বিপক্ষের মাঠে হারের পর আজ ঘুরে দাঁড়ালো বার্সালোনা। প্রথমার্ধ থেকে তেমন সন্ধে দেখা যাচ্ছিল না কাতালান শিবিরকে, বারংবার মাঝ মাঠে দখলের লড়াই গিয়ে পরাস্ত হচ্ছিল তারা। দলে অভিজ্ঞ মাঝমাঠ খেলোয়াড় থাকা সত্তেও বল দখল যেন রাখতেই পারছিল না বার্সেলোনা। খেলার প্রথম থেকেই ঘরের দল সেলটা ভিগো এর কাছে বেশ ভালো রকম সময় ও বল দখল দুটোই ছিল। এসবের মাঝেই ৮ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখে বার্সেলোনার সাইড প্যাক জিরাট মার্টিন। কিন্তু কিছু সময় পরেই ঘুরে দাঁড়ায় বার্সা। আবারো ম্যাচের নায়ক ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। কুন্ডে এর বাড়ানো বলে বাঁ পায়ের জোরালো শর্টে বল জালে জড়িয়ে দেয় বার্সেলোনা অধিনায়ক।
এরপরেও আবারও সুযোগ পায় রাফিনহা, তবে সেটিকে সঠিক গন্তব্য দেখাতে পারেনি তারা। বার্সেলোনার আক্রমণ প্রতি আক্রমণের মাঝে নিজেদের খেলাও উন্মুক্তভাবে দেখিয়েছে ঘরের দল সেলটা ভিগো। খেলার প্রথম মুহূর্ত থেকে যেমন আক্রমণাত্মক ফুটবল তারা খেলছিল গোল হজম করবার পরেও ঠিক একই মানসিকতা তাদের মধ্যে যেন বর্তমান ছিল। প্রাক্তন বার্সেলোনাম মাঝমাঠ খেলোয়াড় মরিবা থেকে শুরু করে মার্কস আলনস সহ অস্কার মিংয়েজা বারংবার বার্সেলোনার লক্ষণকে চ্যালেঞ্জ করছিল। তবে কাটালান শিবিরের গোল রক্ষক সদা প্রস্তুত।
ম্যাচের মধ্যে রেফারির বিতর্ক কিন্তু চোখে পড়বার মত। সেলটা ভিগো অধিনায়ক আসপাশ এর সঙ্গে বিতর্কে জড়ায় রেফারি। বার্সা এর খেলোয়ার মার্টিনের করা ফাউলকে লাল কার্ড না দেখানোর প্রতিবাদে রীতিমত নাট্যমঞ্চ স্টেডিয়ামেএকটা গোল করেই থেমে থাকে নি বার্সেলোনা, দ্বিতীয় আর দের শুরুতেই গোল সংখ্যাকে আরো এক ধাপ বাড়িয়ে দেয় পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেওয়ান্ডোস্কী। দুজন প্রতিপক্ষের খেলোয়াড় কে কাটিয়ে সফলভাবে গোলটি কে গন্তব্যে পৌঁছায় বার্সেলোনার নাম্বার নয়।
ঘরের মাঠে ২-০ গোলে পেছনে থাকলেও ৮৪ মিনিটের মাথায় গোলের মুখ দেখে সিলটা ভিগো । আলফন এর গোলের পরেই আবারও গোল করেন ভিগো খেলোয়ার হুগো আলভেজ। ৮০ মিনিট পিছিয়ে থাকলেও লড়াকু ফুটবল খেলে সমতায় ফিরে ঘরের দল