কলকাতা: প্যারিস অলিম্পিক্সে নিরাজ ও মানু ছিলেন চর্চায় তাদের অসাধারণ পারফরম্যান্স এর জন্য। অলিম্পিক্স এর পরেও তাদের নিয়ে চর্চা হচ্ছে সমাজ মাধ্যমে তবে এবারে চর্চার কারণ আলাদা। নিরাজ এর সাথে মানুর বিয়ে নিয়ে আলোচনায় মশগুল জনতা।
এবারের অলিম্পিকসে ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে মনু। জ্যাভলিন থ্রোতে নীরাজ এবার একটু জন্য তার স্বর্ণপদক মিস করেন। প্যারিসের উপযোগী তাই সন্তুষ্ট থাকতে হয়েছে আগেরবারের সোনা জয়ী নিরাজ কে।
এই দুই অ্যাথলিটের বিয়ে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা চলছে সমাজ মাধ্যমে। সেই জল্পনা নিয়ে মুখ খুললেন মনুর বাবা ও নিরাজ এর কাকা। সত্যিই কি বিয়ে হবে নিরাজ ও মনু ভাকের এর জল্পনা নিয়ে কি বললেন তিনি?
সমাজ মাধ্যমে এর একটি ভিডিও ঘিরে জল্পনা শুরু হয়। ভিডিও টিতে দেখা যায় নিরাজ মনু ও তার মায়ের সাথে কথা বলছেন। তারপরেই আলোচনা
শুরু হয় নিরাজ ও মনু বিয়ে করতে চলেছেন? এই বিষয়ে নিরাজ ও মনু কিছু না বললেও দুজনের পরিবার এর তরফ থেকে বিষয় টি স্পষ্ট করে দেওয়া হয় যে আপাতত দুই পরিবার ই তাদের সন্তান দের বিয়ে নিয়ে কিছু ভাবছে না।
মানুর বাবা সংবাদ মাধ্যমে বলেন,“মনুর এখন বিয়ের বয়স হয়নি মনু এখন অনেক ছোট তাই এই নিয়ে তারা ভাবছেন না। তবে নিরাজ এরপরিবারের সাথে তাদের সম্পর্ক যথেষ্ট ভালো। মনুর মা নিরাজ কে নিজের ছেলের মতই ভাবেন। আমাদের পরিবারের সকলে নিরাজ কে ভালোবাসে।” মনুর বয়স মাত্র ২১ বছর ,তাই হয়তো তার বাড়ির সদস্যরা এখন ভাবছেন না তার বিয়ের কথা।
নিরাজ এর কাকা ও এই জল্পনা নিয়ে মুখ খুলেছেন। “ তিনি বলেন প্যারিসে পদক জেতার পর যেমন সমস্ত দেশ জানতে পেরেছে, তেমনই নিরাজ এর বিয়ে ঠিক হলে সকলে জানতে পারবে।
কিছুই লুকিয়ে রাখা হবেনা।”