পুনে : বেঙ্গালুরুর হারের বদলা কি পুণেতে হবে? কঠিন পরীক্ষা রোহিত শর্মাদের সামনে। সিরিজে সমতা ফেরানোর জন্য দলে তিনটি বদলও করেছে টিম ইন্ডিয়া। সিরাজ, কুলদীপ, রাহুলের জায়গায় এসেছেন আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দর ও শুভমান গিল। তাতেও লাঞ্চের মধ্যে নিউজিল্যান্ড ব্যাটিংকে পুরোপুরি চাপে ফেলা গেল না। লাঞ্চের আগে তাদের রান ২ উইকেট হারিয়ে ৯২।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টম ল্যাথাম। বেঙ্গালুরুর প্রথম দিনের মতো বিপজ্জনক নয় এই পিচ। শুরুতে খুব একটা সুবিধা করতে পারলেন না ভারতের দুই পেসার জশপ্রীত বুমরাহ ও আকাশ দীপ। অবশেষে রবিচন্দ্রন অশ্বিনকে আক্রমণে আনতে বাধ্য হন ভারত অধিনায়ক। তাতেই সাফল্য। নিউজিল্যান্ডের রান যখন ৩২, তখন টম ল্যাথামকে ফিরিয়ে দেন অশ্বিন। কিন্তু অন্যদিকে রানের গতি এগিয়ে নিয়ে যান ডেভন কনওয়ে।
ফের আঘাত হানলেন অশ্বিনই। এবার তাঁর শিকার উইল ইয়ং। অশ্বিনের বলে ঋষভ পন্থকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি। আর সেই সঙ্গে নয়া রেকর্ড গড়লেন অশ্বিন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে উইকেটের নজির এখন তাঁর নামে। তাঁর উইকেট সংখ্যা ১৮৮। এতদিন তাঁর আগে ছিলেন অস্ট্রেলিয়ার নাথান লিয়ঁ (১৮৭)। তবে এখনও ম্যাচে প্রবলভাবে আছে নিউজিল্যান্ড। ক্রিজে রয়েছেন কনওয়ে। তাঁর রান ৪৭। ৫ রান করে তাঁকে সঙ্গে নিচ্ছেন রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের রান ২ উইকেট হারিয়ে ৯২।