কানপুর: কানপুর টেস্টে বড় ভিলেন এখনও অবধি বৃষ্টি। শেষ অবধি এই টেস্ট ভেস্তে যাবে না তো? এমন গন্ধ পেতে শুরু করেছেন অনেক ক্রিকেট প্রেমী। শুক্রবার শুরু হয়েছে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম দিন থেকেই বৃষ্টির কারণে সব গোলমাল হয়েছে। টস দেরিতে হয়েছে। ম্যাচও শুরু হয় দেরিতে। তারপর বৃষ্টির কারণেই তাড়াতাড়ি দিনের খেলা শেষ হয়ে যায়। আজ শনিবার কানপুরের ছবিটা বদলায়নি। সকাল থেকেই সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে সকাল ৮.৪৫ মিনিট নাগাট এক্স হ্যান্ডেলে জানানো হয়, বৃষ্টির কারণে কানপুরে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। পরবর্তীতে আরও আপডেট জানানো হবে। এরই মাঝে সংবাদসংস্থা এএনআই মারফত জানা গিয়েছিল গ্রিন পার্ক স্টেডিয়াম ছেড়ে টিম হোটেলে ফিরেছে দুই দল। যদিও তখন বৃষ্টি বন্ধ ছিল । এর পর ২:১০ নাগাদ খবর পাওয়া যায় যে বৃষ্টির জন্য দ্বিতীয় দিনের খেলা ভেস্তে গেলো । হলো না ১ বলও ।
কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। গ্রিন পার্কে মন্দ আলো ও বৃষ্টিতে নির্ধারিত সময়ের বহু আগেই শেষ হয় প্রথম দিনের খেলা। প্রথম দিনের শেষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ১০৭ রান তোলে। মোমিনুল হক ৪০ ও মুশফিকুর ৬ রানে অপরাজিত থাকেন। প্রথম দিনে খেলা হয় সাকুল্যে ৩৫ ওভার। আকাশ দীপ ৩৪ রানে ২ উইকেট নেন।
কাল অর্থাৎ রোববারও বৃষ্টির সম্ভাবনা আছে তবে চতুর্থ এবং পঞ্চম দিন পুরো খেলা হওয়ার সম্ভাবনা আছে । তাই এই টেস্টে ফলাফল এখনো আশা করা যায়।