প্যারিস: প্যারিস প্যারালিম্পিক্সে আরও একটি সোনা জিতল ভারত। দেশকে সোনা এনে দিলেন জ্যাভলিন থ্রোয়ার নভদীপ সিংহ। প্রথমে তিনি জিতেছিলেন রুপো। ইরানের জ্যাভলিন থ্রোয়ার সোনা পেয়েছিলেন। কিন্তু ইরানের খেলোয়াড়কে বাতিল করে দেওয়া হয়। এর পরেই সোনা জেতেন নভদীপ। কালো পতাকার উপরে লাল হরফে কিছু একটা লেখা আছে। আর সেই পতাকার জন্যই পুরুষদের জ্যাভেলিনের এফ৪১ ক্যাটেগরি থেকে ইরানের সাদেগ বিত সায়াহকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে।
সরকারিভাবে আপাতত প্যারিস প্যারালিম্পিক্স আয়োজক কমিটির তরফে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে ইরানের অ্যাথলিটকে বাতিল করে দেওয়ার কারণ হিসেবে সেটাই বলা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, জ্যাভেলিনের এফ৪১ ক্যাটেগরিতে সোনা জয়ের পরে বারবার ওই কালো পতাকা দেখানোয় ইরানিয়ান অ্যাথলিটকে বাতিল করে দেওয়া হয়েছে। একটি মহলের দাবি, ওই পতাকাটি হামাসের। যদিও সরকারিভাবে কিছুই জানানো হয়নি।
আন্তর্জাতিক প্যারালিম্পিক্স কমিটির নিয়ম অনুযায়ী, কোনও প্রতিযোগিতায় কোনও রাজনৈতিক অঙ্গভঙ্গি করা যায় না। অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে পড়েছেন ইরানিয়ান অ্যাথলিট। তার জেরে নভদীপের রুপোর রং পরিবর্তিত হয়ে সোনায় পরিণত হয়। আর ইতিমধ্যে মেডেল সেরিমনিও হয়ে গিয়েছে। সপ্তমবারের জন্য প্যারিসে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠে।
পুরুষদের জ্যাভেলিনের এফ৪১ ক্যাটেগরির ফাইনালে ৪৭.৩২ মিটার দূরত্ব অতিক্রম করেছে নভদীপের বর্শা। যা তাঁর এতদিনের ব্যক্তিগত সেরার থেকে তিন মিটারেরও বেশি (৪৪.২৯ মিটার)। শুধু তাই নয়, প্যারালিম্পিক্স ফাইনালে তিনি যে দূরত্ব অতিক্রম করেন, তা প্যারালিম্পিক্স রেকর্ডও বটে।