ঈশান কিষান কে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে। এরপর কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হয় ঈশান এর নাম। তিনি কামব্যাক করার জন্য তৈরী হচ্ছেন, জাতীয় দল এ নিজেকে ফেরাতে চান।
জাতীয় দল থেকে বাদ পড়েছেন বেশ কিছু সময় আগে। ঈশান মরিয়া চেষ্টা চালাচ্ছেন দল এ নিজের জায়গা আবার করে নেওয়ার জন্য। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে জাতীয় দল এ কামব্যাক করতে চান ঈশান কিষান। এবারে ঈশান ঘরোয়া ক্রিকেটেও নাম লিখিয়েছেন। ওডিআই বিশ্বকাপের পরে পরিস্থিতি বদলাতে থাকে বেশ কিছু খেলোয়াড় সহ ঈশান কে বাদ পড়তে হয় দল থেকে। এরপর আইপিএল এর মরশুম কেটে গেলেও র জাতীয় দল এ ফেরা হইনি ঈশান এর। এই খারাপ সময় এর মধ্যে নিজের মনের অবস্থা ভাগ করলেন এক সাক্ষাৎকারে।
সাক্ষাৎকারে ঈশান বলেন, আমি ছুটি নিয়েছি তাতেই এত সমস্যা হয়ে গেলো, আমার অসুবিধা টা কেউ বুঝতেই চাইনি। বিসিসিআই এর অবস্থান নিয়েও তিনি অসন্তুষ্টি ও আপত্তি রয়েছে বলে তিনি জানান। তবে তিনি নিজের লক্ষ্য ঠিক করে ফেলেছেন টেস্ট , ওডিআই, টি টোয়েন্টি তিন ফরম্যাট এই কামব্যাক করতে চান সেই জন্য আবার ঘরোয়া ক্রিকেটে নিজের নাম লিখিয়েছেন। তবে তিন ফরম্যাট এ তাকে যদি ফিরতে হয় লড়তে হবে রিশভ পান্থ এর সাথে। এক্ষুনি পান্থ কে সরিয়ে নিজের জায়গা বানানো কতটা কঠিন তা ঈশান নিজেও জানেন। কিন্ত পান্থ এর কামব্যাক করা ও দলের তার অসাধারণ পারফরমেন্স এগুলো দেখে ঈশান নিজে খুব খুশি। তিনি আরও বলেন ক্রিকেট যত দিন খেলছি ততো দিন এই ধরনের প্রতিযোগিতা তো থাকবেই , এমন প্রতিযোগিতা থাকলে নিজেদের মধ্যে তবেই উন্নতি করা সম্ভব। আমি এটাকে উপভোগ করি, চাপ নিই না।
ঈশান নিজের ক্রিকেট ক্যারিয়ার এ এখনও পর্যন্ত খেলেছেন দুটো টেস্ট ম্যাচ করেছেন ৭৮ রান। একটা হাফ সেঞ্চুরি আছে।তবে সাদা বল এর ক্রিকেট তাঁর রেকর্ড বেশ ভালো। ২৭টি ওডিআই খেলেছেন করেছেন ৯৩৩ রান, ১টা সেঞ্চুরি ও ৭ টা হাফ সেঞ্চুরী রয়েছে তাঁর। টি টোয়েন্টি ফরম্যাট এ ঈশান খেলেছে ৩২ ম্যাচ করেছে ৭৯৬ রান,৬ টা হাফ সেঞ্চুরী আছে ঈশান এর।
২০২৩ এর নভেম্বর মাসের পর থেকেই জাতীয় দল এর বাইরে তিনি হারিয়েছেন কেন্দ্রীয় চুক্তি টিও। তবে শ্রীলঙ্কা সিরিজ এ ফিরতে মরিয়া ঈশান, নিজেকে তিন ফরম্যাট এই দেখতে চান বলে জানান। ঘরোয়া ক্রিকেট না খেলে ছুটি নেয়ার জন্য তাঁকে বাদ পড়তে হয় ,তাই এবারে ঘরোয়া ক্রিকেট এ ফিরে ভালো প্রদর্শন করে নিজের পুনরায় অভিষেক ঘটাতে চান ভারতের জাতীয় দলে।