জাতীয় দলের সঙ্গে কবে যোগ দেবেন হিটম্যান ? রইলো আপডেট

0

ক্যাপ্টেন তথা প্রাক্তন টি-টোয়েন্টি ক্যাপ্টেন রোহিত শর্মা এখন ছুটি কাটাচ্ছেন দেশের বাইরে। তার অধিনায়কত্বেয় সদ্য শেষ হওয়া বিশ্বকাপটি জয় করেছে ভারতীয় দল। আপাতত রোহিত এখন সপরিবারে আমেরিকায় তার অবসর সময় কাটাচ্ছেন। জাতীয় দলের সাথে আবার কবে তিনি যুক্ত হবেন তা নিয়ে অনেকের মনে নানান প্রশ্ন ছিল। যা জানা যাচ্ছে তিনি খুব শীঘ্রই দলের সাথে যুক্ত হবেন সেই তথ্যই পাওয়া গেল।

বেশ কিছুদিন পরেই শুরু হতে চলেছে ভারতের শ্রীলংকা সফর । এই সফরে গম্ভীর যাবেন নতুন হেড কোচ হিসাবে। বিসিসিসিআই খুব শিগগিরই শ্রীলংকা সফরের জন্য দল ঘোষণা করবে। তবে শোনা যাচ্ছিল অধিকাংশ সিনিয়র প্লেয়াররাই এই সফরে দলের সাথে থাকবেন না তারা একেবারে বাংলাদেশ সফরে যুক্ত হবেন ।তাদেরকে লম্বা সময়ের জন্য রেস্ট দেওয়া হবে। বিরাট , রোহিত , বুমরা, জাদেজা রা খেলার থেকে বেশ কিছু দিন দূরে থাকবেন ও অবসর সময় কাটাবেন। কিন্তু এরই মধ্যেই রোহিত শর্মার কামব্যাক নিয়ে একটি বড় আপডেট পাওয়া গেল।

২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ এর পরে রোহিত, টি টোয়েন্টি তে নিজের অধিনায়কত্বের পদ টি ছেড়ে দেন। যদিও তিনি আপাতত ওয়ানডে ও টেস্টে অধিনায়কত্ব করবেন ভারতের জাতীয় দলের হয়ে বলেই জানিয়েছেন। কিন্তু রোহিত দলের সাথে আবার কবে যুক্ত হবেন সেই নিয়ে নানা সংশয় তৈরি হয়েছে ভক্ত কুলের মধ্যে। আদেও কি রোহিত শ্রীলঙ্কা সফরে যুক্ত হবেন ভারতীর স্কোয়াড এ। এই নিয়ে তৈরী হয়েছে সাসপেন্স।

ক্রিকবাজের এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শ্রীলঙ্কা সফরে খেলতে পারেন রোহিত। এমনকি কোচ গম্ভীরও নাকি চাচ্ছে রোহিত , কোহলি সহ সমস্ত সিনিয়র খেলোয়াড়েরা শ্রীলঙ্কা সফরে দলের সাথে যুক্ত হোক ওয়ানডে সিরিজে। এখনো সঠিকভাবে রোহিতদের প্রত্যাবর্তন নিয়ে কোন আপডেট পাওয়া যায়নি। তাই ধরা হচ্ছে ক্যাপ্টেন রোহিতের অবর্তমানে কে এল রাহুল ই ভারতীয় দলের হাল ধরবেন। এই সিরিজে রাহুল ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে পারেন। তবে হিটম্যান যদি ফিরে আসে তাহলে তাকেই অধিনায়ক হিসেবে দেখা যাবে আবার টিম ইন্ডিয়ার।

ইন্ডিয়া বনাম শ্রীলংকা ট্যুর শুরু হতে চলেছে ২৭ জুলাই থেকে প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে। তারপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২ রা আগস্ট ও
সিরিজের শেষ ম্যাচ টি অনুষ্ঠিত হবে ৭ ই আগস্ট। রোহিত কী ছুটি কাটিয়ে শ্রীলঙ্কার সাথে ওয়ান ডে সিরিজ খেলতে দলের সাথে যোগ দেবেন কিনা ভারতীয় ক্রিকেট প্রেমীরা সেই দিকে তাকিয়ে।