খুব তাড়াতাড়ি ভারতীয় দলে অভিষেক হতে পারে বাংলার ঘরের ছেলে পোড়েলের ! চিনে নিন এই উদীয়মান তারকাকে

0

কলকাতা : উদীয়মান সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে ভারতের নীল জার্সিটা গায়ে দেওয়ার। সেই রকমই হুগলি চন্দননগরের ছোট্ট মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা অভিষেক পড়েল। ভারতের under 19 থেকে india A জার্নি টা যে খুব সহজ ছিল তা নয়।

মাত্র পাঁচ বছর বয়সে দাদুর সঙ্গে ক্রিকেট মাঠে প্রথম বার পা পড়ে অভিষেকের। চন্দননগরের মেরির মাঠ হল অভিষেকের ক্রিকেটের জন্মস্থান। বহু বছর প্র্যাকটিস করেছেন এই মেরির মাঠে। আজ যখন অভিষেক চর্চার কেন্দ্রবিন্দু তখন আনন্দিত অভিষেকের প্রথম জীবনের কোচ থেকে তার বন্ধুবান্ধবরা ও। উইকেটকিপিং-এর রিফ্লেক্স অভিষেকের বরাবরই খুব ভাল। সঙ্গে ব্যাটিংয়েও দক্ষতা রয়েছে তাঁর ৷ পিঞ্চ-হিটার হিসেবে অভিষেক নিজেকে প্রমাণ করতে পারবে বলেই আশাবাদী তাঁর ছোটবেলার কোচ।

 

অভিষেকের প্রাক্তন কোচ মনীন্দ্রনাথ ঘোষ বলেন, অভিষেক যখন একদম ছোট তখন থেকেই সে দাদুর হাত ধরে এই মাঠে আসত। ছোটবেলা থেকেই উইকেটকিপিং করার জন্য একটা বিশেষ আগ্রহ ছিল। এখন যে তাঁকে স্পাইডারম্যান বলা হচ্ছে, তা হওয়ারই ছিল। অভিষেকের যে রিফ্লেক্স তা ছোট থেকেই অনবদ্য। একই সঙ্গে সে ব্যাটিংও খুব ভাল করতে পারে। যথাযথ সুযোগ পেলে কিপিংয়ের মতো ব্যাটসম্যান হিসেবেও অভিষেক নিজের দক্ষতা প্রমাণ করবেন বলে আত্মবিশ্বাসী মণীন্দ্রনাথ বাবু৷

যাকে নিয়ে এত কথা সেই অভিসেক পোড়েলকে বদলে দেওয়ার পেছনে যেমন সৌরভ গাঙ্গুলীর হাত রয়েছে তেমনি হাত রয়েছে বাংলার কোচ লক্ষীরতণ শুক্লার।শুক্লার কথায় “অভিষেককে নিয়ে প্র্যাক্টিসে আলাদা করে অনেক সময় দিতাম। থ্রো-ডাউন করাতাম নিজে। এবার বোলাররা দুটো করে বাউন্সার দিতে পারবে। তাই কাঁধের উপরে বল রাখতাম।”

 

তবে সবশেষে সবার মনে একটাই প্রশ্ন ! যে কবে তিনি ভারতীয় টিমের নীল জার্সিটি গায়ে দিচ্ছেন ? এ বিষয়ে স্পোর্টসলাইট মিডিয়াকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে অভিষেক পোড়েল জানিয়েছেন ” আশা করছি india A এবং আগামী আইপিএলে ভালো পারফরম্যান্স করলে অবশ্যই ভারতীয় টিমে ঢুকতে পারবো।