উত্তর থেকে কি সোজা দক্ষিণ ভারতে যাচ্ছেন লোকেশ রাহুল ? নিলামের সম্ভাবনা তেমনি !

0

কলকাতা: আইপিএলের মেগা নিলাম রবি ও সোমবার জেদ্দায়। ভারতীয় সময় বিকেল তিনটে থেকে শুরু হবে নিলাম। শুরুতেই থাকবে দুটি মার্কি সেট।মার্কি সেট রয়েছে ২টি, ৬ জন করে ক্রিকেটারের। প্রথম সেটে রয়েছেন জস বাটলার, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কাগিসো রাবাডা, অর্শদীপ সিং ও মিচেল স্টার্ক। মনে করা হচ্ছে, সবচেয়ে বেশি দর কষাকষি হবে শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থের। পন্থ রেকর্ড দর পেতে পারেন।

পন্থ ও শ্রেয়সের পাশাপাশি ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলারকেও কোনও দল নিয়ে অধিনায়ক করতে পারে। তবে সেই সম্ভাবনা খুবই কম। এর পরের মার্কি সেটে আছে যুজবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, লোকেশ রাহুল, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজের নাম।শামির ফিটনেসই তাঁর আইপিএলে বড় দর পাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে মনে করেন সঞ্জয় মঞ্জরেকর। দ্বিতীয় মার্কি সেটে লোকেশ রাহুলের দর সবচেয়ে বেশি উঠতে পারে। তাঁকেও আইপিএলে অধিনায়ক করার কথা মাথায় রেখে ঝাঁপাতে পারে বিভিন্ন দল।

রাহুলের নাম যখন আসবে তখন শ্রেয়স, পন্থদের নিয়ে কোন দলের কাছে কত পরিমাণ অর্থ থাকবে সেটা নির্ভর করবে রাহুলের জন্য কারা ঝাঁপাবে। তবে সুনীল গাভাসকরের ধারণা, রাহুলের জন্য দক্ষিণ ভারতের দলগুলির মধ্যে দর কষাকষি হতে পারে।রাহুলকে আরসিবিতে নেওয়ার দাবি উঠেছে। আবার রাহুল উইকেটকিপিংও করেন। ফলে ক্যাপ্টেন্সি ও উইকেটকিপিংয়ের দক্ষতা থাকা রাহুলকে নিতে আগ্রহ দেখাতে পারে চেন্নাই সুপার কিংস। আরসিবির হাতে রয়েছে ৮৩ কোটি টাকা, সিএসকের ৫৫ কোটি।

গাভাসকর স্টার স্পোর্টসে বলেছেন, আমার মনে হয় রাহুলকে পেতে চাইবে বেঙ্গালুরু ও চেন্নাই। এমনকী হায়দরাবাদও। বেঙ্গালুরু রাহুলের নিজের শহর। রাহুল নিজেও সেই দলে খেলতে পছন্দ করতেই পারেন। সেক্ষেত্রে নিজের ঘরের মাঠে দর্শকদের সামনে খেলার সুযোগ থাকবে। ফলে আরসিবি রাহুলকে নেওয়ার চেষ্টা চালাতে পারে।এদিকে, রবিন উথাপ্পা জিওসিনেমায় বলেন, আরসিবির উচিত রজত পাটীদারকে অধিনায়ক করা। নয়তো আবার বছর দুই পর তাদের নতুন অধিনায়ক খুঁজতে হবে। রজত অধিনায়ক হওয়ার যোগ্য। সেক্ষেত্রে আগামী তিন থেকে পাঁচ বছর তিনি অধিনায়ক থাকতে পারবেন, সেইমতো দলও গঠন করতে পারবে আরসিবি।