আনোয়ারের এনওসি মঞ্জুর করলো মোহনবাগান? পিএসসির বৈঠকে মিলল ফল

0

কোলকাতা:- আনোয়ার কাণ্ডে দীর্ঘ জল্পনার অবসান। বিগত দেড় মাস থেকে চলে আসা টানাপোড়নের মাঝেই এলো পিএসসির অন্তিম বাণী। ভারতীয় তারকা ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে অবশেষে বড় সিদ্ধান্ত জানালো প্লেয়ার স্ট্যাটাস কমিটি। আনোয়ার আলীকে দলে পাওয়ার আশা কার্যত ছেড়ে দিয়েছিল মোহনবাগান কর্তৃপক্ষ। কার্যত মাস খানেক ধরেই দলবদলের বাজারে আনোয়ার আলীর নাম অধিক চর্চিত। কোন দলে খেলবে আনোয়ার এই নিয়ে রীতিমতো সরগরম ময়দান , দ্বন্দ্ব দুই প্রধানের মধ্যে!

দিল্লি এফসি থেকে গতবছরই চার বছরের লোন চুক্তিতে মোহনবাগানের হসই করেন আনোয়ার। কিন্তু এক বছর খেলেই সে সমস্ত এখন অতীত। এ মাসের শুরুতেই মোহনবাগান কে চিঠি দিয়ে আনোয়ার আলী জানান যে তিনি সবুজ মেরুনের সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করতে চান এবং সেটির দিনক্ষণের লক্ষণ রেখা কেটে দেন তিনি । সূত্র মারফত জানা যায়, ১০ তারিখ পর্যন্ত সময় দিয়েছিলেন আনোয়ার কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার ফলে ইস্টবেঙ্গলের সঙ্গে একটি প্রি কন্ট্রাক্টে সই করে ফেলেন এই প্রাক্তন মোহনবাগান তারকা। এর মাঝে আবার ডুরান্ডেও রেজিস্ট্রেশন করানো হয় আনোয়ার আলীকে, তবে তাতে লাভ হয়নি সবুজ মেরুন শিবিরের।

দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদের সমাধানের জন্য আজ দুপুর বেলা পিএসসির বৈঠক ছিল , যেখানে অবশেষে উঠে এলো অন্তিম বাণী।
সূত্র মারফত জানা যাচ্ছে, মোহনবাগান কমিটির সামনে স্বীকার করেছে যে আনোয়ার আলি অন্য যে কোনও ক্লাবের হয়ে খেলতে পারবেন। তিনি স্থানান্তরের জন্য এনওসির জন্য অনুরোধ করেছেন যেটিকে বর্তমানে মঞ্জুর করা হয়েছে।
কমিটি এখন সিদ্ধান্ত নেবে মোহনবাগানের অন্যায্য সমাপ্তির দাবির শুনানি হবে কি না ! এবং সেটির সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বেশ আলাপ আলোচনা এর প্রয়োজন পড়বে বলে মনে করছে পিএসসি।

ফলত বাগান খেলোয়াড়ের এই মুহূর্তে একটি অগ্রীম চুক্তি সাক্ষর করা রয়েছে লাল হলুদ বাহিনীর সাথে। তবে কি প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার আনোয়ার আলী ইস্টবেঙ্গলের পথে? সেটাই সময়ের অপেক্ষা।