আইএসএলে ঐতিহাসিক অভিষেক মহামেডানের, বিপক্ষে বেনালির ডুরান্ড জয়ী দল

0

কলকাতা:- অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আই লীগের মঞ্চ থেকে যোগ্যতা অর্জন করে ভারতীয় ফুটবলের প্রথম সারির লীগ আইএসএলে আজ অভিষেক করতে চলেছে বাংলার অন্যতম প্রধান ক্লাব মোহামেডান স্পোটিং। পথের যাত্রা সুগম না হলেও আইএসএলে তাদের এই যাত্রা ছিল ঐতিহাসিক।

স্পনসর সমস্যা থেকে শুরু করে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে ইন্ডিয়ান সুপার লিগে নিজেদেরকে প্রমাণ করতে চলেছে তারা। আজ isl এর অভিষেক ম্যাচে তাদের বিপক্ষে ডুরান্ড জয়ী নর্থইস্ট ইউনাইটেড।

বেনালীর বিরূদ্ধে চেরনিশিভ এর মাস্তারস্ট্রকে কতোটা কাজ করে সেটি ফলত সময়ের অপেক্ষা। কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধ্যে সাড়ে ছটায় মুখোমুখি মোহামেডান স্পোর্টিং ও নর্থইস্ট ইউনাইটেড।

ঘরের মাঠে খেলা থাকবেন বহু মোহামেডান সমর্থক তাই বলা যায় সমর্থনের দিক থেকে কোন অংশে খামতি থাকবে না তাদের। ঐতিহাসিক দিনে গ্যালারিদের সাদাকালো ব্রিগেডের সমর্থন থাকবে বলেই প্রত্যাশা করা যাচ্ছে।