কলকাতা:- আইএসএল শেষ। পুরোদমে চলছে সুপার কাপ। বাঙলার হয়ে একমাত্র লড়াই চালাচ্ছে মোহনবাগান, তবে এবার যুব দলের লড়াই । সেই যুব দলকে সঙ্গী করেই আজ সেমিফাইনালে গোয়ার বিপক্ষে নামবে বাস্তব রায়ের সেনারা। তবে তার আগেই রীতিমত উত্তাল ফুটবল মহল। নেইমার এর বিপক্ষে খেলা এক লাতিন আমেরিকার তারকার দিকেই নজর রাখছে মোহনবাগান ? ইস্টবেঙ্গলের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে এবার ব্রাজিলিয়ান তারকাকে কলকাতার টিকিট দিতে চলছে মোহনবাগান ? মোহনবাগানে আসবেন রবসন রবিনহো! এই নিয়েই একেবারে তুঙ্গে জল্পনা ।
ক্লেটন সিলভার সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন হওয়ার পর ইস্টবেঙ্গলের নজর ছিল রোবসন রবিনহোর ওপর। বহু সামাজিক মাধ্যম অনুযায়ী দাবি করা হয়ত রবসনের পরবর্তী ক্লাব হতে পারে তার পুরনো হেডমাস্টার অস্কার ব্রুজোর দল। কিন্তু বর্তমানে সূত্র মারফত জানা যাচ্ছে, ইস্টবেঙ্গল কে বুড়ো আঙ্গুল দেখিয়ে রবসানকে হাইজ্যাক করতে পারে চিরপ্রতিদ্বন্দ্বি মোহনবাগান। চলতি বছর ব্রাজিলের একটি ঘরোয়া লিগে ফুটবল খেলছে রবসান । ইতিমধ্যেই নেইমার জুনিয়ার এর বিপক্ষেও একটি ম্যাচে খেলতে দেখা যায় তাকে। তবে ইস্ট বেঙ্গল এবং সিলভার সম্পর্ক ভঙ্গের পরে রবসন কে নেওয়ার কথাই শোনা যাচ্ছিল লেসলি ক্লডিয়াস সরণীতে।
গোপন সূত্রে খবর ব্রাজিলিয়ান তারকার সাথে কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান । এখনো অব্দি পাকাপোক্ত না হলেও অনেকটাই কথাবার্তা এগিয়েছে বলেই জানা যাচ্ছে। আর্থিক চাহিদা মঞ্জুর হয়ে গেলেই পরের বছর সবুজ মেরুন জার্সি পড়েই যুবভারতিতে দাপিয়ে খেলবেন রবসন। বসুন্ধরা কিংসের হয়ে এককালে খেলেছেন তিনি , এমনকি বাগান এর বিরূদ্ধে গোল করেছিলেন। তবে এখন বসুন্ধরা ছেড়ে রবসন এখন ব্রাজিলের ক্লাব আগুয়া সান্তার খেলোয়াড়।
এই ব্রাজিলিয়ান তারকার পেছনেই এক সময় ছিল ইস্টবেঙ্গল। দল বদলের বাজারে বহুবার ইস্টবেঙ্গল এবং রবিনহোর নাম একই পাতায় জুড়ে ছিল। অনেক ক্ষেত্রে শোনা যেত কোচ অস্কার এর অঙ্গুলীহেলনে হয়তো ইস্টবেঙ্গল এই স্বাক্ষর করতে পারেন তিনি । তবে আদতে সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হয়নি লাল হলুদের সমর্থকদের কাছে। এবার অস্কারের প্রাক্তন ছাত্রকেই বিপক্ষে খেলতে দেখা যাবে যুবভারতীর মাঠে।