রোহিত মিস্ত্রি:- গতকালের মতোই আজকেও ইউরোর শেষ চারে পৌঁছানোর লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল দুই দল। ইতোমধ্যেই কার্যত প্রথম সেমিফাইনালের ম্যাচ পাকাপাকি হয়ে গিয়েছে , স্পেন বনাম ফ্রান্স। অপরদিকে আজ কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি ছিল গ্যারেথ সাউথগেট এর ইংল্যান্ড এবং বিপক্ষে ছিল ডার্ক হর্স সুইজারল্যান্ড। ম্যাচের প্রথমার্ধে তেমন কোনো সূযোগ হাতে না আসলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের মুখ দেখে সুইজারল্যান্ড। প্রি-কোয়ার্টার ফাইনালের পরে কোয়ার্টার ফাইনালেও পিছিয়ে পড়ে জিতল ইংল্যান্ড। টাইব্রেকারে সুইৎজ়ারল্যান্ডকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিলেন হ্যারি কেনেরা।
প্রথমার্ধের দিকে নজর রাখলে দেখা যাচ্ছিল যে তেমন চনমনে বোধ করছিল না বেলিংহ্যাম থেকে সমগ্র ইংল্যান্ড মাঝ মাঠ । চলতি ইউরোয় তেমন ফর্মে নেই তারা আর সেই সুযোগকেই কার্যত কাজে লাগিয়েছে শাকিরি এর দল । তবে কর্ম করলেও লাভ তেমন হয়নি । খেলার দ্বিতীয়ার্ধে আবারও পুরনো ছন্দে ফিরে এল সুইজারল্যান্ড। ৫১ মিনিটের মাথায় কনসার শট বাঁচান ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডন পিকফোর্ড। খেলায় যেনো খুঁজে পাওয়া গেলো না অধিনায়ক হ্যারি কেন সহ মাঝ মাঠ এর তারকা জুড বেলিংহ্যামকে , বলাই বাহুল্য নিস্প্রভ শিখার মত । তবে এরপরেই সেই দুর্বলতার সুযোগ নিয়ে নেয় সুইজারল্যান্ড। দলকে এক গোলে এগিয়ে দেন এম্বোলো, কিছুই করার ছিল না কাইল ওয়াকের কাছে। এরপরে শুরু হয় মহারণ । আর্সেনালের বেতাজ বাদশাহ বছর ২২ এর সাকা এর একক বুদ্ধিমত্তা সম্পন্ন গোলে সমতায় ফেরে ইংরেজরা। বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে যায় । খেলা গিয়ে পৌছায় এক্সট্রা টাইমে, তবে লাভ কিছুই হয়না । সাকার পরে পেনাল্টি শুটআউটেই ইংরেজদের নতুন নায়ক হয়ে ওঠেন জর্ডান পিকফর্ড। সুইস ডিফেন্ডার মানুয়েল আকঞ্জি এর শট বাম পাশে ঝাপিয়ে সেভ করেন এই গোল রক্ষক। ইংল্যান্ডের হয়ে পেনাল্টি নিতে যাওয়া পাঁচ ফুটবলারই গোল করেন। একটি শটও বাঁচাতে পারেননি সোমার। ফলে ৫-৩ গোলে টাইব্রেকারে জেতে ইংল্যান্ড।
দ্বিতীয় কোয়ার্টারে মুখমূখী নেদারল্যান্ড এবং মধ্য প্রাচ্যের তুর্কি। সেই ম্যাচের বিজয়ী দলের সাথে সেমিফাইনাল খেলতে প্রস্তুত কেনরা।