সবুজ-মেরুনের নজরে আরেক ভারতীয় ফুটবলার, কে আসবেন?

0
Rahim Ali taking the spot-kick

নতুন মরশুমে এএফসি চ্যাম্পিয়নস লিগে অংশ নেবে মোহনবাগান সুপারজায়ান্টস। তাই গতবারের তুলনায় দলকে আরো শক্তিশালী করাই অন্যতম লক্ষ্য ম্যানেজমেন্টের। ‌যারফলে কয়েক সপ্তাহে নিজেদের দলের একাধিক ফুটবলারদের রিলিজ করে সবুজ-মেরুন। পরিবর্তে দলে আসেন একাধিক হাইপ্রোফাইল ফুটবলার। বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় ব্রিগেড ও থাকছে চমক।

দল বদলের বাজারে অন্যান্য দলগুলিকে পিছনে ফেলে একাধিক দাপুটে ফুটবলারদের চূড়ান্ত করেছে ময়দানের এই প্রধান। যতদূর খবর জাতীয় দলের আরো এক তারকাকে সই করাতে চলেছে ক্লাব। সেক্ষেত্রে উঠে আসতে শুরু করেছে একাধিক ফুটবলারদের নাম। যাদের মধ্যে প্রথমেই উঠে আসে রহিম আলির নাম। গত মরশুমে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির জার্সিতে খেলতে দেখা গিয়েছিল এই ভারতীয় ফরোয়ার্ডকে।

যদিও সেভাবে প্রভাব ফেলতে পারেননি এই বাঙালি ফুটবলার। পরবর্তীতে ইগর স্টিমাকের জাতীয় শিবিরে ও সুযোগ পান তিনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ও খেলতে দেখা গিয়েছিল রহিম আলিকে। গত মে মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হয়েছে চেন্নাইয়িন এফসির। নতুন মরশুমের জন্য এই ফুটবলারের দিকে নজর রয়েছে একাধিক ফুটবল ক্লাবের।

এছাড়াও উঠে আসতে শুরু করেছে ইশান পণ্ডিতার নাম। যিনি গত মরশুমে খেলেছিলেন ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্সে। দশটির ও বেশি ম্যাচ খেললেও গোলের খরা কাটানো সম্ভব হয়নি আক্রমণ ভাগের এই ফুটবলারের পক্ষে। যা ব্যাপক হতাশ করেছিল সকলকে। হিসেব অনুযায়ী আগামী বছর পর্যন্ত ইশান পণ্ডিতার সঙ্গে চুক্তি থাকলেও নতুন মরশুমে তাকে দলে রাখতে খুব আগ্ৰহী নয় কেরালা।

পাশাপাশি উঠে আসতে শুরু করেছে ফ্রেডি লালরুয়াতফেলার নাম। যিনি গতবছর খেলেছিলেন আইজল এফসিতে। বিশেষ সূত্র মারফত খবর, এই তরুণ ফুটবলারের দিকেও নাকি নজর রাখছে সবুজ-মেরুন। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই আপুইয়াকে দলে টেনে চমক দিয়েছিল মেরিনার্সরা। এবার নয়া ফুটবলারের দিকে তাকিয়ে সকলে।