শুভমন গিলের অধিনায়কত্বে তিন তরুণ তুর্কি যুক্ত হলো ভারতীয় স্কোয়াডে জিম্বাবুয়ের সফরে

0

সদ্য শেষ হলো টি টোয়েন্টি বিশ্বকাপ।  সাউথ আফ্রিকা কে ফাইনাল এ হারিয়ে দ্বিতীয় বারের মতো টি টোয়েন্টি বিশ্ব কাপ নিজেদের করলো ভারত। বিশ্ব কাপ এ বেশ কিছু নতুন মুখ কে দল এর সঙ্গে নেওয়া হয়েছিল। শিবম দুবে, যশস্বী জস্বল, সঞ্জু সামসন। শিবম খেললেও বাকি দুজনের সুযোগ হয়নি টিমে  ।

যশস্বী ও সঞ্জু কে পুরো বিশ্ব কাপ ধরে বেঞ্চ এই বসে থাকতে হয়। শিবম এর পারফরমেন্স আশানুরূপ না হলেও বাংলাদেশ ও ফাইনাল এ সাউথ আফ্রিকার বিপক্ষে তার ব্যাট থেকে প্রয়োজনীয় রান আসে।

ইতি মধ্যেই ৬ ই জুলাই  বিশ্ব কাপ এর পরে প্রথম ট্যুর করতে যাচ্ছে ক্যাপ্টেন শুভামান গিল এর নেতৃত্বে ভারতীয় যুব দল। মোট ৫টা টি টোয়েন্টি ম্যাচ হবে দুই দল এর মধ্যে। মার্চ গুলো অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে এর ক্রিকেট গ্রাউন্ড হারারে তে।

সিনিয়র খেলোয়াড় দের কে রেস্ট এ পাঠিয়ে এক যুব দল এর স্কোয়াড তৈরী করা হয়েছে।

শিবম দুবে, যশস্বী ও সঞ্জু কে বাইরে রেখে তিন নুতুন মুখ যুক্ত করা হয়েছে। সুযোগ দেওয়া হয়েছে সাই সুদর্শন, জিতেশ শর্মা ও   হরষিত রানার মত তরুণ তুর্কি দের। আইপিএল সুদর্শন,হরষিত , জিতেস এর ফর্ম দারুন ছিল তাই পারফরমেন্স এর বিচার এ ভবিষ্যত এর কথা ভেবে এদের যুক্ত করা হল টিম এর সাথে।  হরষিত পুরো আইপিএল সিজনে ২০.১৫ এভারেজ 19 উইকেট নিয়েছে ১৩ ম্যাচ এ ওভার প্রতি রান খরচ ৯.০৮। অপর দিকে জীতেশ শর্মা করেছে ১২ ইনিংস ১৮৭ রান ১৩১.৮৯ এর স্ট্রাইক রেট এ অপর দিকে সায় সুদর্শন ১৪১.২৯ স্ট্রাইক রেট এ রান করেছে ৫২৭ মাত্র ১২ ইনিংস এ তিন জনের অসাধারণ পারফরমেন্স এর উপর ভর করে তাদের কে বাছাই করা হয়েছে ভারতীয় স্কোয়াডে।