দুবাই : টি -টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা। এ বছর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। হরমনপ্রীত কৌরদের থেকেও এমনই প্রত্যাশা। শুরুটা যদিও ভালো হল না। প্রতিযোগিতায় অভিযান শুরু করল ভারত। প্রথম প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তাদের বিরুদ্ধে খারাপ ফিল্ডিং যেমন একটা কারণ, তেমনই ব্যাটিংয়ে ডোবাল শট বাছাই। বিশাল টার্গেট তাড়া করতে নেমে খেই হারাল ভারত। মাত্র ১০২ রানেই শেষ ভারতের ইনিংস।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড ক্যাপ্টেন সোফি ডিভাইন। প্রথমে মনে হয়েছিল ভুল সিদ্ধান্ত। পরের দিকে স্পিনাররা বেশি সুবিধা পাবেন, এমনটা ধরে নেওয়া হয়েছিল। তবে ফ্লাড লাইটে পেসাররা দ্বিতীয় ইনিংসে বেশি সুবিধা পেয়েছেন। ভারতীয় পেসাররা নতুন বলে সেই অর্থে সুইং করাতে পারেনি। তুলনামূলক ভাবে সেকেন্ড ইনিংসে বেশি সুইং হয়েছে। প্রথমে ব্যাট করে ভারতকে ১৬১ রানের বিশাল টার্গেট দেয় নিউজিল্যান্ড। এর বড় কৃতিত্ব প্রাপ্য ক্যাপ্টেন সোফি ডিভাইনের। অনবদ্য হাফসেঞ্চুরির ইনিংস খেলেন। ভারতীয় বোলারদের মধ্যে কিছুটা ভরসা দিলেন প্রথম বিশ্বকাপ খেলতে নামা লেগ স্পিনার আশা শোভানা। ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেন। রেনুকা নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৯ ওভারে ১০২ রানেই শেষ। হরমনপ্রীত কৌর ১৪ বলে সর্বাধিক ১৫ রান করেন। স্মৃতি মান্ধানা ১২, শেফালি ভার্মা ২, জেমাইমা রডরিগেজ ১৩, রিচা ঘোষ ১২, দীপ্তি শর্মা ১৩, অরুন্ধতী রেড্ডি ১, পূজা বস্ত্রকার ৮, শ্রেয়াঙ্কা পাতিল ৭ ও রেণুকা সিং ০ রানে আউট হন। ৬ রানে অপরাজিত থাকেন আশা সোভানা।রোজমেরি মায়ার ৪ ওভারে ১৯ রান দিয়ে চার উইকেট পেলেন। ৪ ওভারে ১৫ রান খরচ করে তিন উইকেট নেন লি তাহুহু। ইডেন কার্সন দুটি এবং অ্যামেলিয়া কের ১টি উইকেট পেয়েছেন।