প্যারিস অলিম্পিকের আগেই আত্মবিশ্বাসী ভারতীয় হকি অধিনায়ক, সোনা পাওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হরমনপ্রীত 

0

ক্রিকেট বিশ্বকাপ এবং ফুটবল লীগের মাঝেই আবারও জমকালো উদ্বোধন হবে অলিম্পিকের, তার আগেই বেশ উত্তেজিত ভারতীয় অলিম্পিক তারকারা। যেই দেশে কার্যত ক্রিকেট ব্যতীত তেমন কোনো স্পোর্টস এগিয়ে আসেনা সেই দেশ থেকেই গত কয়েক বছরে বেশ নাম উঠেছে অলিম্পিক এর । এবং এর মাঝেই বেশ শোরগোল পড়েছে ভারতীয় হকিকে নিয়ে । একের পর এক এশিয়ান গেমস, কমনওয়েলথ কিংবা টোকিও অলিম্পিক্স, সবেতেই যেনো ধীরে ধীরে নিজেদের হকির মানদণ্ড উচু করেছে ভারত। এবং টোকিও অলিম্পিক্সে পদকের খরা কাটিয়েছে ভারতের পুরুষ হকি দল। এবার প্যারিস অলিম্পিক্সে পদকের রং বদলানোই হরমনপ্রীত সিংদের লক্ষ্য। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল ভারতের পুরুষ হকি দল। এবার প্যারিসে সোনা জেতাই লক্ষ্য। ১৯৮০ সালের পর গত অলিম্পিক্সে পদক জিতে ৪ দশকের খরা কাটায় ভারতের পুরুষ হকি দল।

অলিম্পিকে স্বর্ণজয়ী হিসেবে যদি সর্বোচ্চ কিছু থেকে থাকে তবে সেটা অবশ্যই হকি। এখনও অবধি প্রায় ৮ বার অলিম্পিকে স্বর্ণজয় করেছে ভারত তবে কয়েক দশকে তেমন কোনো সূযোগ হাতেই আসেনি দেশের কাছে । টোকিওতে খড়া কাটলেও পরবর্তী প্যারিসকে পাখির চোখ করেছেন অধিনায়ক হরমনপ্রীত।

ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে উন্নীত করার লক্ষ্যে আমরা সবরকমভাবে চেষ্টা করছি। সোনা জিততে পারলে আমাদের দেশ ও সিনিয়র খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধা জানানো যাবে।’ টোকিও অলিম্পিক্সে ভারতের পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং বলেছেন, ‘ডানদিকে আমাদের জাতীয় পতাকা দেখে আমার মনে হয়েছিল, আমরা পরেরবার জাতীয় পতাকা মাঝখানে রাখার চেষ্টা করতে পারি। আমাদের জাতীয় সঙ্গীতও যাতে বাজানো হয়, তার জন্যও চেষ্টা করতে পারি। সেটা করতে পারলে আমরা নতুন করে যাত্রা শুরু করতে পারব।’

ভারতের অভিজ্ঞ গোলকিপার পি আর শ্রীজেশ বলেছেন, ‘একটা সময় ছিল যখন ব্যক্তিগত দক্ষতার উপর নির্ভরশীল ছিল ভারতীয় হকি। কিন্তু এখন আমরা দল হিসেবে খেলি। আন্তর্জাতিক স্তরে সাফল্যের ক্ষেত্রে এই বদলটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি যখনই অনুশীলন করছি, তখনই আমার মনে হচ্ছে, দেশের ১৪০ কোটি মানুষকে হতাশ করা যাবে না।’

অধিনায়ক এবং গোলরক্ষক এর পাশাপাশি দেশের মধ্যেও একটা আবেগ থেকেই যাচ্ছে । কারন অধিনায়ক হিসেবে বেশ ভালো হরমনপ্রীত এবং সেটিকে নিয়েই এবার নবম স্বর্ণজয়ের লক্ষ্যে আসমুদ্রহিমাচল।