ডুরান্ডে মুখোমুখি বেঙ্গালুরু এফসি এবং মোহামেডান স্পোর্টিং, কার পাল্লা ভারী আসুন জেনে নেওয়া যাক

0

কলকাতা:- আজ ডুরান্ডে জায়গা দখলের লড়াই। দক্ষিণ বনাম পূর্বের লড়াইয়ে কোলকাতার ময়দান আজ উত্তপ্ত। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আজ একে ওপরের বিরুদ্ধে খেলতে প্রস্তুত দক্ষিণের বেঙ্গালুরু এফসি এবং পূর্বের প্রধান মোহামেডান স্পোর্টিং।

গ্রুপ বি এর একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ ম্যাচ এটি, সংক্ষেপে স্থান দখলের লড়াই।

মোহামেডান স্পোটিং তাদের প্রথম ম্যাচে ইন্টারকাসের সঙ্গে এক এক গোলে খেলা শেষ করেছে একেবারে শেষ মুহূর্তের গোলে সমতায় ফিরে ছিল সাদাকালো ব্রিগেড ।

আবার অপরদিকে গ্রুপের গত ম্যাচে ইনটার কাছে যে তিন গুণের মালা পরিয়ে ছিল ব্যাঙ্গালোর এফসি, জন্মদিনে গোল পেয়েছিলেন অধিনায়ক সুনীল ছেত্রী।

তাই পয়েন্টের নিরিখে আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যাঙ্গালোরে যদি নিজেদের জয় নিশ্চিত করতে পারে তবে তারা পরবর্তীতে উত্তীর্ণ হবে।

তবে কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলার প্রধান, নিজেদের প্রথম ম্যাচে একটি ড্রয়ের জেরে কার্যত পয়েন্ট নষ্ট করেছিল মহামেডান। বেঙ্গালুর বিরুদ্ধে আজকের ম্যাচ তাদের জন্য ডু অর ডাই।

কোচ হাকিম বলেছেন- “খেলোয়াড়দের আত্মবিশ্বাসই কথা বলবে। বেঙ্গালুরু দল অবশ্যই শক্তিশালী, তা নিয়ে কোনও সন্দেহ নেই, কিন্তু আমরাও কোনওভাবেই পিছিয়ে নেই মানসিক দিক দিয়ে। লড়াই করে ম্যাচটা ছিনিয়ে আনতে হবে। এই মানসিকতাই বড় হাতিয়ার হবে। তিনি আরও বলেন, আশা করব, সাদা-কালো শিবিরের সমর্থকরা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের আরও বেশি করে অনুপ্রাণিত করবে। সোমবার বিকেলে ঘরের মাঠে প্রস্তুতি সেরে নিয়েছেন খেলোয়াড়রা।”

ফলত বোঝাই যাচ্ছে নিজেদেরকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী মোহামেডান কোচ এবং দল।